নিজস্ব প্রতিবেদন: শাড়ির দোকানে চলছিল বেচাকেনা।নারীদের ভিড়ে দোকানে এক ফোঁটা জায়গা পর্যন্ত নেই। তার মধ্যেই একটি শাড়ি নিয়ে রণক্ষেত্রে পরিণত হলো দোকান। একই শাড়ি নিয়ে চুলোচুলি করতে দেখা যায় দুই নারীকে। সম্প্রতি এমনি একটি ভিডিও ঘোরাফেরা নেটপরায়। স্বাভাবিক ভাবেই ভাইরালও হয়েছে। বেঙ্গালুরুর মালেশ্বরমে ঘটেছে ঘটনাটি।
ভাইরাল হওয়া ওই ভিডিওটি টুইটারে একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। টুইটে উল্লেখ রয়েছে, দুই নারীর মধ্যে প্রথমে তর্ক শুরু হয় একটি ‘মাইসোর সিল্ক’ শাড়ি কেনা নিয়ে।

উল্লেখ্য দোকানে ওই রঙের একটিই ‘মাইসোর সিল্ক’ ছিল। দুই নারীরই নজর ছিল ওই শাড়িতে। প্রথমে বাকযুদ্ধ তারপর শাড়িটি নিয়ে টানাহেঁচড়া শুরু হয় এমনকি দু’জনের মধ্যে রীতিমতো মারপিট লেগে যায়।
ভিডিওতে দেখা গেছে , প্রথমে শাড়ি নিয়ে টানাটানি হওয়ার পরই একজন অপর জনের ওপর চড়াও হন। দ্বিতীয় নারীও ছেড়ে কথা বলেন নি । এর পর দু’জনের মধ্যে শুরু হয় চুলচুলি। এমনকি এক জনের কাপড় ধরেও টানতে দেখা গিয়েছে । শেষে দোকানে উপস্থিত কয়েক জনের মধ্যস্থতায় তাদের লড়াই থামে।