29 C
Kolkata

Viral News: আধঘন্টার পরিচিতিতে কিডনি দিতে রাজি ক্যাব চালক !

চয়নিকা চন্দ্র, ফ্লোরিডা: ফ্লোরিডার বাসিন্দা ৭২ বছর বয়সি বিল সামিয়েল কয়েক বছর ধরে কিডনির অসুখে আক্রান্ত। চিকিৎসকরা জানিয়েছেন, বিলের একটি কিডনি নষ্ট। কিডনি প্রতিস্থাপন করানো ছা়ড়া উপায় নেই। চিকিৎসক বলেই দিয়েছেন, যত দ্রুত সম্ভব কিডনিদাতা জোগাড় করতে। গত ৩ বছর ধরে খুঁজেও কোনও কিডনি দাতা পাননি বিল। নিয়মিত ডায়ালিসিস করাতে হাসপাতালে যেতে হয় তাঁকে।

এক দিন ডায়ালিসিস সেরে, হাসপাতাল থেকে ক্যাবে করে বাড়ি ফিরছিলেন বিল। গাড়ির চালক ৩৫ বছর বয়সি টিম লেটসের সঙ্গে তিনি নিজের শারীরিক অসুস্থতার কথা ভাগ করে নেন। তিনি যে কিডনিদাতা খুঁজছেন, কথায় কথায় তা-ও বলেন। টিম এক জন প্রাক্তন সেনা। চাকরি ছেড়েছেন বহু দিন হল। এখন অবসরে ক্যাব চালান। বাকি সময়ে মাছ বিক্রি করেন। বিলের কথা শুনে টিমের খারাপ লাগে। হাসপাতাল থেকে গন্তব্যে পৌঁছনোর পর টিম বিলকে জানান, তিনি কিডনি দিতে চান।

আরও পড়ুন:  Lifestyle tips : ঘরোয়া কাজে ধুপ কাঠির ব্যাবহার! রইল টিপস

গত ৩ বছর ধরে খুঁজেও কোনও কিডনি দাতা পাননি বিল। নিয়মিত ডায়ালিসিস করাতে হাসপাতালে যেতে হয় তাঁকে। কিন্তু আধঘন্টার পরিচয় তাকে আবার নতুন করে বাঁচার সুযোগ করে দেয়। অ্যাপ ক্যাব পরিষেবা নিয়ে বিভিন্ন সময়ে নানা অভিযোগ উঠেছে। চালকের উগ্র ব্যবহারের বিরুদ্ধেও সরব হয়েছেন অনেকে। তবে সাম্প্রতিক এই ঘটনা শুনে অনেকেই মানবিকতার উপর বিশ্বাস ফিরে পাচ্ছেন। শুনতে অবাক লাগে তাই না? আমরা না বুঝেই মানুষের মানবিকতার কুবিচার করে ফেলি। আবার ভাল খবর শুনলে তখন বাহবা দি!

Featured article

%d bloggers like this: