নিজস্ব প্রতিবেদনঃ আট থেকে আশি কম-বেশি সকলেরই প্রিয় ডেসার্ট আইসক্রিম। তাই বারোমাসই রকমারি আইসক্রিমের চাহিদা থাকে তুঙ্গে। আচ্ছা, আপনি সবচেয়ে বেশি কত দামের আইসক্রিম কিনেছেন? 200, 300 নাকি 500? ভাবছেন এত দামের আইসক্রিমও কী আর রোজ খাওয়া হয়!
তবে আপনার প্রিয় আইসক্রিমের দাম যদি হয় 5 লাখেরও বেশি? চমকে গেলেন নিশ্চয়ই। যদিও আইসক্রিমের এমন দাম শুনে ঘাবড়ে যাওয়ারই কথা। তবে সম্প্রতি এমনই এক আইসক্রিমের খবর যে ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। যা ইতিমধ্যে জায়গা করে নিয়েছে গিনেস বুকে।
একটি মাত্র আইসক্রিম স্কুপের দাম নাকি প্রায় 6 লাখ টাকা। সম্প্রতি এমনই এক চমকে দেওয়ার মতো আইসক্রিমের হদিশ মিলেছে। যা ইতিমধ্যে জিতে নিয়েছে পৃথিবীর সবচেয়ে দামি আইসক্রিমের শিরোপা। আর এই দামের জন্যই নাম উঠেছে গিনেস বুকের পাতাতেও। ব্যাকুয়া নামের আইসক্রিমটি নিয়ে আগ্রহী হয়ে পড়েছে আইসক্রিম প্রেমীরা।