নিজস্ব প্রতিবেদন : সৌরভ গাঙ্গুলি আমদের বাংলার গর্ব। তিনি বহু দিন ভারতীয় দলের অধিনায়কও ছিলেন । অধিনায়ক থাকাকালীন বহু ম্যাচও জিতিয়েছেন ভারত কে । ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সেরা অধিনায়ক হিসেবে তার নাম বিবেচিত হয়। বাঙালির কাছে ক্রিকেটের কথা উঠলেই ‘বাংলার দাদা’ সৌরভ গাঙ্গুলির কথা আগে মনে পড়ে। তার ভক্তের সংখ্যাও কম নয়। শুধুমাত্র বাঙালি নয় বাংলার বাইরেও সৌরভের অনুরাগী প্রচুর।
তাই স্বাাভবিভাবেই তার পরিবার সম্পর্কে মানুষের কৌতুহলের কোনো শেষ নেই । বিশেষত তার মেয়ে সানা গাঙ্গুলিকে নিয়ে মানুষ বড়োই কৌতূহলী। অনেকেই জানতে চান সানা এখন কী করে বা কোথায় পড়াশোনা করেছে। প্রসঙ্গত প্রাথমিক পর্যায়ের শিক্ষা তিনি অর্জন করেছেন কলকাতার লরেটো হাউস স্কুল থেকে তারপর তিনি ইংল্যান্ডের ইউনিভার্সিটি কলেজ লন্ডনথেকে অর্থনীতি নিয়ে পড়াশোনা করছেন।
তবে শুধু পড়াশোনা নয়, পড়াশোনার পাশাপাশি সানা এইচএসবিসি’, ‘কেপিএমজি’, ‘গোল্ডম্যান স্যাক্স’, ‘বার্কলেস’ ছাড়াও অন্যান্য বিভিন্ন সংস্থার সঙ্গে কাজ করার সুযোগ পান। সূত্র অনুযায়ী, তিনি বর্তমানে ইন্টার্ন হিসাবে কাজ করছেন বিশ্বের বৃহত্তম আর্থিক পরামর্শ সংস্থা ‘PWC’-তে । । এই কোম্পানির ব্যবসা ছড়িয়ে রয়েছে বিশ্বের ১৫২ দেশে। ৩.২৮ লক্ষের বেশি লোক কাজ করেন এই কোম্পানিতে।
জানেন ঠিক কত টাকা বেতন পায় সৌরভ কন্যা ? শুনলে অবাক হবেন আপনিও!
এই সংস্থায় ইন্টার্নশিপ করলেই বছরে ৩০ লক্ষ টাকার বেতন দেওয়া হয় বলে খবর। এত কম বয়সেই সৌরভ কন্যা বছরে ৩০ লক্ষ টাকা রোজগার করেন । তাই টাকার অঙ্কে দিক ক্রিকেটার বাবাকেও হার মানিয়ে দিয়েছেন মেয়ে।