31 C
Kolkata

Repeat of Robinson Street : রবিনসন স্ট্রিট কাণ্ডের পুনরাবৃত্তি নিউটাউনে

নিজস্ব প্রতিবেদন :- ছেলে ও মেয়ের মৃতদেহ আগলে বসে আছেন মা । পচা দুর্গন্ধ বের হওয়ায় টনক নড়লো প্রতিবেশীদের । স্থানীয়দের তৎপরতায় খবর দেওয়া হয় নিউটাউন থানায় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ।

জানা যাচ্ছে সেখান থেকে দুজনের দেহ উদ্ধার করা হয়েছে । পুলিশ সূত্রে অনুমান চার থেকে পাঁচ দিন আগেই মৃত্যু হয়েছে ওই দুই ভাই বোনের । মৃতদেহ গুলি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ । ইতিমধ্যেই পুলিশের তৎপরতায় ওই মহিলাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে ।

স্থানীয় সূত্রে খবর, ২০১৯ সাল থেকে নিউটাউনের সিডি ব্লকের ২৫ নম্বর বাড়িতে ভাড়া থাকত এক পরিবার। ছেলে-মেয়েকে নিয়ে এক মহিলা সেখানে থাকতেন। প্রতিবেশী সূত্রে খবর, গত কয়েকদিন ধরে দেখা মিলছিল না ওই পরিবারের কারও। তবে মহিলা ও তাঁর দুই সন্তান কারও সঙ্গে বিশেষ মেলামেশা না করায় সন্দেহ হয়নি প্রতিবেশীদের। সূত্রের খবর, মঙ্গলবার সকালে ওই মহিলা প্রতিবেশীদের কাছে সাহায্য চায়। সেই সময় যেতেই দুর্গন্ধ পান স্থানীয়রা। এরপরই খবর দেওয়া হয় নিউটাউন থানায় ।

আরও পড়ুন:  Lifestyle tips: অগোছালো বাড়িতে হঠাৎ অতিথি এলে কী করবে?

তবে কীভাবে মৃত্যু হলো ওই দুই ভাই-বোনের তা বুঝে উঠতে পারছেন না প্রতিবেশী থেকে শুরু করে পুলিশ আধিকারিকরা । অসুস্থতা নাকি এই মৃত্যুর পেছনে রয়েছে অন্য কোনো কারণ । ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে নিউটাউন থানার পুলিশ ।

Featured article

%d bloggers like this: