নিজস্ব প্রতিবেদন: বাজারে আসতে চলেছে Nokia Maze 5G। iPhone-কে টক্কর দিতেই Nokia-র এই তোড়জোড়। পুরোনো জায়গা ফিরে পেতে সচেষ্ট Nokia কোম্পানি। দুর্ধর্ষ ক্যামেরা কোয়ালিটি, আকর্ষণীয় কিছু ফিচার নিয়ে ফোনটি ভারতের বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে।
চলুন সবিস্তারে জেনে নি এই নতুন মডেলের বৈশিষ্ট্য: একটি ৬.৭ইঞ্চির সুপার AMOLED ডিসপ্লে থাকবে ফোনটিতে। পারফরম্যান্সের দিক থেকে এই ফোন চালিত হবে Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসরের সাহায্যে। এই স্মার্টফোনে দেওয়া হচ্ছে 4K রেজোলিউশন। এছাড়াও, রয়েছে Android 13 অপারেটিং সিস্টেম সফটওয়্যার।