31 C
Kolkata

Kolkata Bomb recovery:- টবে উদ্ধার তাজা বোমা , ফুলে জল দিয়ে গিয়েই চক্ষুচড়কগাছ বাড়ির মালিকের

নিজস্ব প্রতিবেদন:- বীরভূমের রামপুরহাট এর পর খাস কলকাতা। কলকাতার কসবা এলাকায় বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য। বাড়ির সামনে ফুলের টব থেকে উদ্ধার তাজা বোমা। মুহুর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর দেওয়া হয় কসবা থানার পুলিশকে। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় কসবা থানার পুলিশ। ঘটনাস্থলে পৌঁছায় বম্ব স্কোয়ার্ড। নিষ্ক্রিয় করা হয় বোমাটি। তবে ঘটনার সাথে কে বা কারা জড়িত কিংবা তাজা বোমাটি ঘটনাস্থলে কিভাবে আসলো তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ

বুধবার সকালে ঘুম থেকে উঠেই বাড়ির সামনে থাকা ফুল গাছে জল দিতে গিয়ে চক্ষুচড়কগাছ হয় এক ব্যক্তির। ফুল গাছে জল দিতে গিয়ে চোখ পড়ে পাতার ফাঁকে। কিছু পড়ে থাকতে দেখতে পান টবে। তবে কি রয়েছে তা দেখতে গিয়েই আঁতকে ওঠেন তিনি। ভাল করে চোখ খুলে দেখেন একটি তাজা বোমা রয়েছে টবের মধ্যে। প্রথমে ভয় পেয়ে ঢুকে যান ঘরে। এরপর এই পরিবারের সদস্যদের জানান বিষয়টি। মুহূর্তের মধ্যেই খবর ছড়িয়ে পড়ে এলাকায়। আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসীরা। কারণ সামনে দুটি স্কুল তার ওপর ঘনবসতিপূর্ণ এলাকা। যেকোনো সময় ফেটে যেতে পারে বোমা এই আশঙ্কায় সকালে চাঞ্চল্য কসবার পূর্ব রাজাবাজার এলাকায়।

আরও পড়ুন:  Mamata Banerjee: প্রসূতিদের জন্য মাতৃযান প্রকল্প রাজ্য সরকারের, হেল্পলাইন নম্বর ‘১০২’

যদিও বাড়ির মালিক ক্যামেরার সামনে নিজের নাম প্রকাশ করতে ইচ্ছুক নন। তিনি জানান, সকালে বাড়ির সামনেই ফুল গাছে জল দিতে গিয়ে টবে বোমটি দেখতে পান।

এলাকাবাসীরা জানান ,”ওই ব্যক্তি কোন ঝামেলায় জড়ায়না। কোনো রাজনৈতিক দলের সঙ্গে ঝামেলা সঙ্গে যুক্ত নন তিনি। তবে তার বাড়ির সামনে কেন তাজা বোমা রেখে যাওয়া হল তা বুঝে উঠতে পারছেন না কেউ।”

দু’দিন আগেই বীরভূমের রামপুরহাট এর ঘটনা সকলের মনেই দগদগে হয়ে রয়েছে। আবর্জনার স্তুপ থেকে কাগজ করতে গিয়ে বোমা ফেটে এক বালকের কব্জি থেকে ডান হাত আলাদা হয়ে গিয়েছে। সেই আতঙ্ক কাটতে না কাটতেই ফের খাস কলকাতায় ফুলের টব থেকে তাজা বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্ক কলকাতাতে।

এলাকাবাসীরা জানাচ্ছেন এলাকায় এই ধরনের ঘটনা আগে কোনদিন ঘটেনি। যার বাড়ি বাড়ির সামনে থেকে বোমাটি উদ্ধার হয়েছে তাকে কখনোই কোনো ঝামেলায় জড়াতে দেখিনি। কে বা কারা বোমাটি সেখানে কেন রেগে গেল তা বোঝা যাচ্ছে না। যেকোনো সময় বোমাটি ফেটে বিপদ ঘটতে পারত।

আরও পড়ুন:  Cooking tips: বিকেলের টিফিনে বানিয়ে ফেলুন মজাদার কুড়মুড়ে চিকেন টাকো!

তবে পুরসভা ভোটের আগে বিভিন্ন এলাকা থেকে একের পর এক বোমা উদ্ধারের ঘটনা যথেষ্ট মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে প্রশাসনের কাছে। একের পর এক ঘটনা সাধারণ মানুষের কাছে আতঙ্কের ছত্রছায়া তৈরি করছে। বীরভূমের রামপুরহাট এর পর খাস কলকাতায় এই ধরনের ঘটনা অনেকে রাজনৈতিক জোগ হিসেবেই মনে করছে। যদিও বোমাটি নিষ্ক্রিয় করা হয়েছে। কিভাবে ওই এলাকায় এল বোমা তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ।

Featured article

%d bloggers like this: