নিজস্ব প্রতিবেদন:মেলা, খেলায় বিস্তর টাকা খরচ করলেও বহুদিন ধরেই রাজ্য সরকারের কর্মচারীদের বকেয়া Dearness Allowance মেটাতে অক্ষম রাজ্য।
বহুদিন ধরেই সরকারি কর্মচারীরা মহার্ঘ ভাতা পান না ।বাকি সমস্ত কিছুর খরচ দিব্য যোগাতে পারলেও DA দেওয়ার সময়ই নাকি রাজ্যের কোষাগারের অবস্থা খারাপ হয়। আর এই নিয়ে সরকারি কর্মচারীরা নিজেদের অধিকারের দাবিতে রাস্তায় নামেন
আর এবার DA নিয়ে কোনো সুরাহা না করতে পারলেওসরকারি কর্মচারীদের জন্য বড়সড় ভালো খবর শুনিয়েছে রাজ্য।মহাবীর জয়ন্তীর জন্য রাজ্য সরকার ঘোষণা করেছে ছুটি। শনিবারই ছুটির নিয়ে এই ঘোষণা করেছে রাজ্য।
সরকারি ক্যালেন্ডারে এপ্রিলের ৪ তারিখ থেকে ছুটির উল্লেখ থাকলেও বদল হয়েছে তাতে, জানা গিয়েছে,৪ তারিখের বদলে আগামী ৩ এপ্রিল অর্থাৎ সোমবার মহাবীর জয়ন্তী উপলক্ষে ছুটি পাবেন সরকারি কর্মচারীরা। ছুটির তালিকায় শনি ও রবিবারের সাথে সাথে সোমবার ও যোগ হলো ফলত এপ্রিল মাসে টানা ৩ দিন ছুটি পাবেন সরকারি কর্মচারীরা।সুতরাং এপ্রিলের শুরুতেই টানা ৩ দিন ছুটি।
এছাড়া স্কুল, কলেজ ছুটি থাকবে এই তিন দিন