Wednesday, June 23, 2021
HomeEDITOR PICKSগরুরাও খায় গোলগাপ্পা , দেখুন ভিডিও

গরুরাও খায় গোলগাপ্পা , দেখুন ভিডিও

নিজস্ব সংবাদদাতা : সোশ্যাল মিডিয়ার যুগে যে শব্দটা হামেশাই শোনা যায়, তা হল ভাইরাল। কখন যে কোন ছবি, ভিডিও বা স্টেটাস কিংবা কমেন্ট ভাইরাল হবে তা কেউ জানে না। সম্প্রতি ভাইরাল হয়েছে একটি ভিডিও। ভিডিওটির প্রধান দুটি ‘চরিত্র’ একটি গরু এবং একটি বাছুর।

হঠাত্‍ গরু-বাছুর কেন ভাইরাল হল? হওয়ারই কথা। ঘাস, বিচালি, ফল খাওয়া গরু যদি নাগারে ফুচকা খেতে থাকে তবে ভাইরাল তো হবেই। ফুচকা খেতে আমরা কম-বেশি প্রায় সকলেই পছন্দ করি, কে কটা ফুচকা খেতে পারে তা নিয়ে বন্ধুদের মধ্যে চলে প্রতিযোগিতাও।

তা বলে গরু- আর বাছুরের মধ্যে ফুচকার কম্পিটিশন ? নাহ এ বোধহয় কেউ দেখেননি। তাহলে চটপট ভিডিওটা দেখে ফেলুন। আর দেখুন দুজনে কী খোশ মেজাজেই না টপাটপ মুখে পুড়ছে গোলগাপ্পা ! ভিডিওটিতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি ফুচকার স্টলের পাশে দাঁড়িয়ে গরু-বাছুর দুটোকে ফুচকা খাওয়াচ্ছেন। তারা সেগুলো খেয়েও চলেছে একের পর এক। এই ভিডিওটাই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। বিশ্বাস না হলে দেখেই নিন।

Most Popular