30 C
Kolkata

Financial crisis: আর্থিক সংকটে পাকিস্তান!

ইসলামাবাদ, চয়নিকা চন্দ্র: লাহোর, করাচির খোলাবাজারে এক ডলার বিক্রি হচ্ছে প্রায় ২৯০ পাক টাকায়! অথচ গত বছরের এপ্রিলের গোড়াতেও ডলারের দাম ছিল প্রায় ১৮৬ পাকিস্তানি টাকা। কিন্তু গত কয়েক মাসের আর্থিক সঙ্কট এবং ধারাবাহিক মূল্যবৃদ্ধির কারণে পাক টাকার দামে দ্রুত পতন ঘটেছে বলে মনে করছেন অর্থনীতিবিদদের একাংশ।ডলারের সাপেক্ষে তলানিতে ঠেকল পাকিস্তানি টাকার দর। এর আগে কখনও পাক মুদ্রার দর এত নীচে নামেনি। সে দেশের সংবাদমাধ্যম জানাচ্ছে, মঙ্গলবার এক ধাক্কায় ২ টাকা ৮২ পয়সা কমে পাকিস্তানি টাকায় এক ডলারের দর দাঁড়ায় ২৮৭টাকা ২৯ পয়সা।

উল্লেখ্য, একটি দেশের অর্থনৈতিক অবস্থা বোঝা যায় সেই দেশের কাছে কত বিদেশি মুদ্রা আছে তার উপর। অর্থনৈতিক বিশেষজ্ঞদের দাবি, বিদেশি মুদ্রার সঞ্চয় তলানিতে ঠেকায় পাকিস্তানের অর্থনীতির উপর আরও চাপ পড়তে পারে। আর্থিক সঙ্কট মোকাবিলার জন্য ইতিমধ্যেই আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের দ্বারস্থ হয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

রিপোর্ট অনুসারে,পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অব পাকিস্তানের কাছে বিদেশি মুদ্রার ভাঁড়ার তলানিতে ঠেকেছে।

Featured article

%d bloggers like this: