31 C
Kolkata

Interesting facts: জানেন ভারতের সবচেয়ে সুখী রাজ্য কোনটি ?

নিজস্ব প্রতিবেদনঃ আপনি কি জানেন উত্তর পূর্ব ভারতে রয়েছে দেশের সবথেকে সুখী রাজ্য। উত্তর পূর্ব ভারতে অনেকগুলি রাজ্য আছে যাদের মধ্যে অন্যতম হলো মিজোরাম। মিজোরাম রাজ্যকেই দেশের সবথেকে সুখী রাজ্য বলা হয়। প্রশ্ন উঠতে পারে কেনই রাজ্যকে সুখী রাজ্য বলা হয় ? এর পিছনে রয়েছে কারণ। জানেন সেই কারণগুলি ঠিক কি কি ?

দেশের অন্যান্য রাজ্যের থেকে অনেক এগিয়ে মিজোরাম। এক সময় মিজোরামের লংটলাই জেলা ছিল রাজ্যের সবচেয়ে পিছিয়ে পরা রাজ্য। বর্তমান সময় এই জেলাটি রাজ্যের সব থেকে উন্নত জেলাগুলোর মধ্যে একটি। ‘কান সিকুল, কান হুয়ান’ নামক একটি ধারনা উপর নির্ভর করেই এই জেলার উন্নতি করা হয়েছে। এর পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আইএএস অফিসার শশাঙ্ক আলার।

আরও পড়ুন:  Hair tips : গরমে চুলের যত্ন নিতে কী করবেন ! রইল টিপস

মিজোরাম রাজ্যের নারী-পুরুষ সকলেই কম বয়স থেকে আর্থিকভাবে স্বাধীন থাকায় বিশ্বাসী। ছোট্ট এই পাহাড়ি রাজ্যটি গোটা দেশের কাছে সবচেয়ে বড় উদাহরণ কারণ এই রাজ্য লিঙ্গ বৈষম্য ঘটনা প্রায় দেখা যায় না বললেই চলে। কর্মক্ষেত্রে সকলকে সমান অধিকার দেওয়া হয়।

মানুষের মধ্যে সামাজিক চাপও খুব কম। শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বে ও এখানকার মানুষ সব ধরনের কাজ করে। এখানকার কোন কলেজের শিক্ষক শিক্ষিকাদের আচরণ ও নম্বর ভদ্র। এরফলে ছাত্র-ছাত্রীদের পড়াশোনা করার সময় কোন অসুবিধা হয় না।

মিজোরাম রাজ্যের সব থেকে বড় সম্পদ হল এখানকার প্রাকৃতিক সৌন্দর্য। গ্রামের রাজধানী আইজলে সব থেকে বেশি পর্যটকদের দেখা যায়। এছাড়াও এখানকার বিখ্যাত নীল পাহাড় বা লুসাই পাহাড় পর্যটকদের আকর্ষণ আরও বাড়িয়ে তুলেছে এই রাজ্য নিয়ে। যে নানা ধরনের উপজাতিদের বাস রয়েছে। এরাজ্যের খুব কাছেই অবস্থিত বাংলাদেশ। তাই সেই দেশের অনেক নদী এই রাজ্য হয়েই বাংলাদেশে প্রবেশ করেছে।

আরও পড়ুন:  Cooking tips : গরমের দিনে নিজের হাতে বাড়িতে বানিয়ে ফেলুন মজাদার মালাই কুলফি!

Featured article

%d bloggers like this: