Wednesday, June 23, 2021
Homeপ্রযুক্তিবাচ্চারা ঘরে বসে খিটখিটে হচ্ছে! বিনা ইন্টারনেট ছাড়াই জেনে নিন কিছু offline...

বাচ্চারা ঘরে বসে খিটখিটে হচ্ছে! বিনা ইন্টারনেট ছাড়াই জেনে নিন কিছু offline গেমের কথা

নিজস্ব সংবাদদাতা: গত বছর থেকে লকডাউনের ভয়াবহ পরিস্থিতির জন‍্য স্কুল বন্ধ। আর তারপর থেকেই খরবন্দী হয়েছে খুদেরা। আর কোভিডের পরিস্থিতির জন্য বাড়ির বাইরেও যেতে পারেনা । ছোটো ছোটো খুদেদেরকেও এখন সবসময় অনলাইনে ক্লাস করতে হয়। আর এর ফলেই দিনের পর দিন বাচ্চারা খিটখিটে হচ্ছে। এই সময় বাচ্চাদের মন ঠিক রাখতে ওদের ফোনে গেম খেলতে দিন বিনা ইন্টারনেট ছাড়াই। জেনে নিন কিছু সেরা offline গেমের নাম।

• Fruit Ninja Kinect 2 – অফলাইনে খেলা যাবে Fruit Ninja Kinect 2। Xbox One-এ এই গেম খেলা যাবে। তবে, মোবাইল ফোনেও Fruit Ninja ডাউনলোড করে খেলা সম্ভব। যদিও, মোবাইলে Xbox One-এর মতো মজা উপভোগ করতে পারবে না শিশুরা।

• Dragon Ball FighterZ – Dragon Ball Z অ্যানিমেশন সিরিজের উপরে তৈরি হয়েছে এই ফাইটিং গেম। এই সিরিজের প্রায় প্রত্যেক চরিত্রকে নিয়েই গেমটি খেলা যবে। সোলো গেম প্লে ছাড়াও থাকছে একাধিক মোডস। যদিও, লোকাল মাল্টিপ্লেয়ার মোডেও খেলা যাবে এই গেম।

• Cars 3: Driven to Win – সকলেই Syper Mario Kart রেসিং সিরিজ সম্পর্কে জানেন। অনেকটা সেই গেমের মতোই Cars 3: Driven to Win। এই গেমে রয়েছে স্প্লিট স্ক্রিন মাল্টিপ্লেয়ার সলিড কন্ট্রোল, ও দুর্দান্ত গ্রাফিক্স। Disney Pixar Cars সিনেমা থেকে এই গেমে মোট 20টি গাড়ি থাকছে। এছাড়াও ছ’টি আলাদা মোডে এই গেম খেলা যাবে।

• Super Mario Party – Nintendo Switch কনসোলের প্রথম Mario Party ভিডিয়ো গেমস। পাশাপাশিই আবার এটি একটি বোর্ড গেমও বটে। 80টি মিনি গেমের মাধ্যমে সুপার মারিও পার্টি এগিয়ে যেতে পারবে খুদে খেলোয়াড়রা।

• Lego Harry Potter Collection – Xbox One, PlayStation 4 ও Nintendo Switch-এ এই গেম খেলা যাবে। এই গেমে হ্যারি পটার সিরিজের প্রায় সব গল্পই থাকছে। হ্যারি পটার ভক্তরা এই গেম খেলতে বিশেষ আগ্রহ পাবে।

• Power Rangers: Mega Battle – Xbox One কনসোলে এই গেম খেলা যাবে। পাওয়ার রেঞ্জার্স টিভি সিরিজের গল্পের উপরে এই গেমটি তৈরি করা হয়েছে। একসঙ্গে চার জন খেলোয়াড় এই গেম খেলতে পারবেন।

• The Spyro Reignited Trilogy – Xbox One ও PlayStation 4 কনসোলে এই গেম খেলা যাবে। এটি তিনটি গেমের সংকলন। এই গেমগুলি হল Spyro the Dragon, Spyro 2: Ripto’s Rage! ও Spyro: Year of the Dragon। এই তিনটি গেমকেই নতুন মেকওভার দেওয়া হয়েছে। থাকছে HD গ্রাফিক্স। যদিও এই তিনটি গেমের কোনওটিতেই মাল্টিপ্লেয়ার খেলার সুবিধা থাকছে না।

• Rush: A DisneyPixar Adventure – Disney Pixar ফ্যানদের জন্য আদর্শ এই গেম। এই গেমে Pixar সিনেমার বিভিন্ন থিম পার্কে যাওয়া যাবে। প্রত্যেক থিম পার্কের ভিতরে থাকবে মিনি গেম। Xbox One ও Windows 10-এ এই গেম খেলা যাবে।

• New Super Mario Bros U – Nintendo Swithch গ্রাহকরা খেলতে পারবেন New Super Mario Bros U। এই গেমের গেম প্লে ছোটদের ভালো লাগবে।

• Dance Central Spotlight – ছোটদের জন্য নাচের সবথেকে ভালো গেম Dance Central Spotlight। টিভি স্ক্রিনে নাচের যে স্টেপ হচ্ছে, খেলোয়াড়কেও সেই স্টেপ করতে হবে এই গেমে। Xbox One গ্রাহকরা এই গেম খেলতে পারবেন।

Most Popular