নিজস্ব সংবাদদাতাঃ মাটির তলা দিয়ে, কিংবা গঙ্গা নদীর তলা দিয়ে, কিংবা কোনও বড় অট্টালিকার গা ঘেঁষে ছুটে যাচ্ছে মেট্রো রেল। এই দৃশ্য এখন অতীত। আগামী দিনে গঙ্গার তলা দিয়ে মেট্রো রেল ছুটে যাবে এই দৃশ্য দেখবে ভারতবাসী। কিন্তু ২০ তলা বিশিষ্ট বিশাল অট্টালিকার ৪ তলার ভিতর দিয়ে যাত্রীবাহী মেট্রো ছুটে যাবে। এই দৃশ্য ভারতের বুকে ভাবা যায়!
হ্যাঁ, এমনই অভূতপূর্ব দৃশ্য দেখা যাবে ভারতের অন্যতম শহর নাগপুরে। ওই বিশাল অট্টালিকার ৪ তলার পেট চিরে মেট্রো রেল। অট্টালিকার অন্য তলাগুলিতে রয়েছে বিভিন্ন কর্পোরেট অফিস। এই বহুতলের অন্য তলার যাত্রীদের মেট্রো ধরতে গেলে আর ওই বাড়ির বাইরে আসতে হবে না। কেবল চার তলায় গিয়ে দাঁড়ালেই হবে। এই মেট্রো স্টেশনের নাম দেওয়া হয়েছে জিরো মাইল। প্রসঙ্গত, এই অভূতপূর্ব স্টেশন তৈরির কাজ এখনও শেষ হয়নি। খুব শীঘ্রই তা শেষ হবে বলে মেট্রো সূত্রে খবর।
গত শুক্রবার নাগপুর শহরে মেট্রো পরিষেবা চালু হয়। সূত্রের খবর, সীতাবুলদি-জিরো মাইল ও কস্তুরচন্দ্র পার্কের মধ্যে মেট্রো রেলের উদ্বোধন হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব সিং ঠাকরে, নীতিন গড়কড়ি, কেন্দ্রীয়মন্ত্রী হরদীপ সিং পুরী সহ বিশিষ্টজনেরা।