30 C
Kolkata

Mobile apps: জানেন ফোনের অ্যাপ আপনাকে বিপদে ফেলতে পারে !

নিজস্ব প্রতিবেদন: ওপেনএআইয়ের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির চ্যাটবট ‘চ্যাটজিপিটি’ ব্যবহার করতে আগ্রহীদের বোকা বানিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে এক দল সাইবার অপরাধী। এ জন্য চ্যাটজিপিটির নামের আদলে বিভিন্ন অ্যাপও তৈরি করেছে তারা। গুগল প্লে স্টোর এবং অ্যাপলের অ্যাপস্টোরে জায়গা করে নেওয়ায় অ্যাপগুলোর কারণে অ্যান্ড্রয়েড এবং আইফোন ব্যবহারকারীরা প্রতারণার শিকার হচ্ছেন। এ ধরনের বেশ কয়েকটি ভুয়া চ্যাটজিপিটি অ্যাপের সন্ধান পেয়ে ব্যবহারকারীদের সতর্ক করেছে সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ‘সফোস’।

জানা গেছে, ভুয়া চ্যাটজিপিটি অ্যাপগুলো নামালেই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির অন্য একটি চ্যাটবট সীমিত পরিসরে চালু হয়। এরপর চ্যাটজিপিটির পুরো সুবিধা ব্যবহারের জন্য বা সরাসরি চ্যাটজিপিটির সঙ্গে যুক্ত হওয়ার প্রলোভন দেখিয়ে ব্যবহারকারীদের অর্থের বিনিময়ে নিবন্ধন করতে বাধ্য করে অ্যাপগুলো। ফলে ভুয়া অ্যাপগুলোতে নিবন্ধন করে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবহারকারীরা।

আরও পড়ুন:  Interesting facts: আপনি কি জানেন, পিঁপড়ের দুধ কতটা পুষ্টিকর ?

ভুয়া চ্যাটজিপিটি অ্যাপগুলো শনাক্ত করার পাশাপাশি গুগল এবং অ্যাপলকে সেগুলোর তথ্যও দিয়েছে সফোস। এরই মধ্যে বেশ কয়েকটি ভুয়া চ্যাটজিপিটি অ্যাপ মুছে ফেলেছে গুগল। ভুয়া চ্যাটজিপিটি অ্যাপগুলো হলো ফ্লিসজিপিটি, ফ্লিসওয়্যার, চ্যাট জিবিটি, জিএআই অ্যাসিস্ট্যান্ট, এআই চ্যাট জিবিটি, এআই চ্যাট, জেনি এআই চ্যাটবট, এআই চ্যাটবট এবং জেনি অ্যাপ ফর আইফোন।

Featured article

%d bloggers like this: