29 C
Kolkata

ফোনে চার্জ শেষ ! চাই ফাস্ট চার্জার?

নিজস্ব সংবাদদাতা: মনে যখন চার্জ শেষ হয়ে যায় সকলেরই মন খারাপ হয়ে যায়। হয়তো ভাবুন আপনি কোন দরকারি কাজ করছেন সেই মুহূর্তেই ফোনের ব্যাটারির ডাউন কিরকম অস্বস্তিতে পড়তে লাগবে। সত্যি এই কথাটি ভাবলেই যেন কেমন একটা হয়। তাই ফোনের চার্জ দেওয়ার জন্য আমরা বেশ কয়েকজন চার্জার ব্যবহার করে কিংবা পাওয়ার ব্যাংক ব্যবহার করে থাকি। কিন্তু পাওয়ার ব্যাংক সবসময় ক্যারি করা হয় না। সব ক্ষেত্রেই পাওয়ার ব্যাংক নিয়ে যাওয়াটা সম্ভব হয়ে ওঠেনি তাই আমরা চার্জার নিয়ে যাই তবে ধরুন আপনার কোন কাজ 10 মিনিটে শেষ করতে হবে হঠাৎই আপনার চার্জ শেষ হয়ে গিয়েছে পাঁচ মিনিটের মধ্যেই আপনাকে চার্জ শেষ করে ৫ মিনিটের মধ্যেই সে কাজটি পূরণ করতে হবে। কি করে করবেন ?

আরও পড়ুন:  Health tips : কোন ড্রাই ফ্রুট কেন খাবেন ?

তাই জন্য জন্ম নিয়েছে ফাস্ট চার্জার তবে সে ফাস্ট চার্জার সব ক্ষেত্রে কিন্তু সমান নয় তাই জিয়াওমি নিয়ে এলো উন্নত মানের ফাস্ট চার্জার আদতে ফাস্ট কেবল মুখে নয় কাজের ক্ষেত্রেও।

জানা গিয়েছে মাইড্রাইভার্সের ইঙ্গিত, ২০০ ওয়াট ফাস্ট ওয়্যারড চার্জিং সহযোগে Mi Mix 5 আগামী বছর লঞ্চ হবে। তবে ফোনটি ১২০ ওয়াট ফাস্ট ওয়্যারলেস চার্জিং প্রযুক্তির বদলে ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ আসবে বলে জানিয়েছে পাবলিকেশনটি।

কেমন হবে এটি??

শাওমির ২০০ ওয়াটের ‘হাইপারচার্জ’ ওয়্যারড সিস্টেমে ৪,০০০ এমএএইচ ব্যাটারির একটি স্মার্টফোন সম্পূর্ণ চার্জ হওয়ার জন্য ৮ মিনিট মতো সময় নেয়। আবার ১২০ ওয়াটের তারহীন চার্জিং ব্যবস্থায় ৪,০০০ এমএএইচ ব্যাটারি ফুল চার্জ হতে ১৫ মিনিটের কাছাকাছি সময় লাগে। তাই ভেবে লাভ নেই লঞ্চ করার সাথে সাথেই সুযোগ যেনো ছেড়ে না দেন!

আরও পড়ুন:  Lifestyle tips: রোজ রোজ দাড়ি কাটলে ত্বকের ক্ষতি হয় কি ! জানুন...

Featured article

%d bloggers like this: