29 C
Kolkata

এবার বেঁছে নিন ২০০-র প্ল্যান

নিজস্ব প্রতিবেদন: এদিকে এক ধাক্কায় প্রচুর দাম বাড়ানোর ফলে অনেকেই সমস্যার সম্মুখীন হয়েছেন। কারণ, দাম বৃদ্ধির ফলে বেড়েছে পকেটের টান। এই পরিস্থিতিতে অনেকেই কম খরচের প্ল্যানের দিকে ঝুঁকেছেন। এই পরিস্থিতিতে ২০০ টাকার কমে Vi, Airtel, Jio এবং BSNL-এর কোন প্ল্যানগুলি রয়েছে তা জেনে নিন।
Vi : VI-এর ২০০ টাকার কমে রয়েছে ১৪৯ টাকার প্ল্যান। এই প্ল্যানে ব্যবহারকারীরা মোট ১GB ডেটা পাবেন বিনামূল্যে। এছাড়া ফ্রি আনলিমিটেড কলিংয়ের সুবিধাও রয়েছে। তবে এই প্ল্যানে কোনও ফ্রি SMS সুবিধা নেই। প্ল্যানের বৈধতা ২১দিন।


এছাড়াও রয়েছে ১৫৫ টাকার রিচার্জ প্ল্যান। এই প্ল্যানে ব্যবহারকারীরা ১GB ডেটা পাবেন। এছাড়াও মোট ৩০০ SMS এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাওয়া যাবে। এই প্ল্যানের বৈধতা ২৪ দিন।
১৭৯ টাকার রিচার্জ প্ল্যানের বৈধতা ২৮ দিন। এই প্ল্যানে মোট ২GB ডেটা এবং ৩০০ SMS এর সুবিধা পাবেন। এছাড়াও আনলিমিটেড কলিংয়েরও সুবিধা রয়েছে এই প্ল্যানে।

আরও পড়ুন:  Abhishek Banerjee: ‘কারও বাবার চাকর নই, পঞ্চায়েতের পর দেখা যাবে’ – ইডির নোটিশে অভিষেক

Airtel
Airtel এর ১৮৯ টাকার রিচার্জ প্ল্যানে ২GB ডেটা পাবেন ব্যবহারকারীরা। এই প্ল্যানের বৈধতা ২৮ দিন। মোট ৩০০ ফ্রি SMS রয়েছে এই প্ল্যানে।
Airtel এর ১৫৫ প্ল্যানে রয়েছে ১GB ডেটা। এই প্ল্যানের বৈধতা ২৮ দিনের বৈধতা। এছাড়াও আনলিমিটেড কলিং সুবিধা রয়েছে এই প্ল্যানে।
Jio
Jio-র ১১৯ টাকার রিচার্জ প্ল্যানে রয়েছে ১.৫GB ডেটা ব্যবহারের সুবিধা। এছাড়াও ফ্রি ৩০০ SMS পাঠাতে পারবেন ব্যবহারকারীরা। প্ল্যানটির বৈধতা ১৪ দিন।
১৪৯ টাকার একটি প্ল্যান রয়েছে Jio-র। এই প্ল্যানের বৈধতা ২০দিন। প্রতিদিন ১০০টি করে SMS এবং ভয়েস কলিংয়ের সুবিধা পাবেন ব্যবহারকারীরা।

BSNL-
২০০ টাকার কমে BSNL এর সবথেকে ম খরচের রিচার্জ প্ল্যানটি হল 99টাকার। এই প্ল্যানটির বৈধতা ২২দিন। কোনও ডেটা বা SMS সুবিধা পাওয়া যাবে না এই প্ল্যানে।
পরবর্তী প্ল্যানটি হল ১১৪ টাকার। এই প্ল্যানটির বৈধতা ২৬ দিনের। এই প্ল্যানে .5 GB করে দৈনিক ডেটা ফ্রি পাওয়া যাবে।

আরও পড়ুন:  Lifestyle tips: সকালে না বিকেলে কোন সময় শরীরচর্চা করার জন্য উপযোগী !

Featured article

%d bloggers like this: