29 C
Kolkata

Facebook:স্বামীর পরকীয়ার কথা জানতে পেরে যা করলেন মহিলা শুনলে আপনিও হতবাক হবেন

নিজস্ব প্রতিবেদন: সম্প্রতি এক মহিলা স্বামীর জন্য পাত্রী খুঁজে ফেসবুকে বিজ্ঞাপন দেন কিন্তু কেনো দেন এই বিজ্ঞাপন?

তেহরিনা জানতে পারেন তাঁর স্বামী ব্রায়ান্ট তিন বছর ধরে পরকীয়ায় মজেছেন।আর এই খবরটা জেনেই কী অন্য পাত্রীর খোঁজ করলেন তিনি? পরকীয়ার প্রতি মানুষের ঝোঁক বরাবরের তাই এই নিষিদ্ধ প্রেমে আবদ্ধ হয়েছে বহু মানুষই।মনে করা হয় মানুষিক ও শারীরিক ভাবে অপূর্ণতার জন্যই মানুষ এই পরকীয়াতে লিপ্ত হয়।মহিলার নাম তেহরিনা কুইন্টানা। তেহরিনা জানতে পারেন তাঁর স্বামী ব্রায়ান্ট তিন বছর ধরে পরকীয়ায় মজেছেন।আর এই কথা জানার পরই বরের জন্য নিজের মতো দেখতে আর একজন সঙ্গীর খোঁজ করেন তেহরিনা।

সম্প্রতি ফেসবুকে একটি পোস্ট করে তিনি বলেন , “আমি মনে করি যখন আমরা কোনও সম্পর্কে থাকি, তখন তা টিকিয়ে রাখার জন্য যা যা সম্ভব, সবটা করা উচিত। আমি সারা জীবন স্বামীর সঙ্গেই থাকতে চাই। ওকে খুশি করতে যা যা করতে হয়, আমি তা-ই করব।’’জানা গিয়েছে স্বামীকে অত্যধিক ভালোবাসেন তেহেরিনা তাই সম্পর্ক টিকিয়ে রাখতেই তার এই পদক্ষেপ ।

আরও পড়ুন:  Health tips: আপনি কি লিভারের সমস্যায় ভুগছেন ? – সুস্থ থাকুন ৪ ঘরোয়া টোটকায়

Featured article

%d bloggers like this: