29 C
Kolkata

Yellow Taxi: খুব তাড়াতাড়ি স্মৃতি হতে চলেছে কলকাতার আইকন হলুদ ট্যাক্সি

নিজস্ব প্রতিবেদন: যখন আমরা কোলকাতার কথা মনে করি তখন যেসমস্ত আইকনিক বস্তুর কথা মাথায় আসে তার মধ্যে অন্যতম হলুদ ট্যাক্সি। কিন্তু খুব তাড়াতাড়ি স্মৃতির পাতায় জায়গা করে নেবে এই শহরের এই ঐতিহ্যবাহী বস্তু। তবে ট্যাক্সিগুলি বাতিল করা হচ্ছে না বরং নতুন রূপে দেখা যাবে কলকাতার এই আইকন কে। আর হলুদ নয় ট্যাক্সির রঙ পরিবর্তন করে করা হচ্ছে সবুজ ট্যাক্সির। এবার থেকে কলকাতার রাস্তায় ছুটে বেরাতে দেখা যাবে সবুজ ট্যাক্সিকে। শুধুই কি রঙের বদল ? নাকি আরও কিছু পরিবর্তন হতে চলেছে হলুদ ট্যাক্সির !

জানা গিয়েছে, রাজ্য সরকার এই ট্যাক্সিগুলিকে এবার থেকে ইলেকট্রিক গাড়িতে পরিণত করতে চলেছে। রাজ্যের বিদ্যুৎ সচিব এস সুরেশ কুমার জানিয়েছেন, “কলকাতার আইকনিক হলুদ ক্যাবগুলি ইভি ইঞ্জিনের সাথে আরও বেশি দিনের আয়ু পাবে।” তিনি যোগ করেছেন যে, “রাজ্যের গৃহীত স্ক্র্যাপিং নীতির সাথে, যানবাহনের এই ধরনের রেট্রোফিটিং বেশ গুরুত্ব দিয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে।” তিনি আরও জানান ট্যাক্সিগুলি ও ১৫ বছরের স্ক্র্যাপ সীমা ছাড়িয়েও নতুন জীবনের মেয়াদ পাবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন:  Cooking tips: চটজলদি বানিয়ে ফেলুন পটল সন্দেশ

Featured article

%d bloggers like this: