29 C
Kolkata

Weather Update: ভিজছে না দক্ষিণবঙ্গ

নিজস্ব প্রতিবেদন: একটানা বৃষ্টির জেরে মঙ্গলবার ১০ নং জাতীয় সড়কে ধস নামে। যার ফলে শিলিগুড়ি থেকে কালিম্পং ও সিকিম যাওয়ার এবং অন্যদিকে সিকিম ও কালিম্পং থেকে শিলিগুড়ি যাওয়ার পথে যানজটের সৃষ্টি হয়। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। আগামী ২৪ ঘন্টায় কোচবিহার আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার আলিপুরদুয়ার, কালিংপং, জলপাইগুড়িতে দু’এক জায়গায় দু’এক পশলা ভারী বৃষ্টির সামান্য সম্ভাবনা। লাগাতার ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে উত্তরের জেলাগুলিতে।

দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি চলবে। মৌসুমী অক্ষরেখা মঙ্গলবার দিঘার ওপর দিয়ে ছিল। আজ তা সরে ওড়িশার বালাসোরের উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হবে। ২৪ ঘন্টায় মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে অপেক্ষাকৃত বেশি বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলিতেও দু-এক পশলা বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। মূলত মেঘলা আকাশ, কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ। রোদ উঠলে আর্দ্রতা জনিত অস্বস্তি বেশি হবে জলীয় বাষ্প বাতাসে বেশি থাকার কারণে। দক্ষিণবঙ্গে তাপমাত্রার খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে আগামী চার-পাঁচ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

আরও পড়ুন:  National News: ৯ জুনের মধ্যে গ্রেফতার করতে হবে ব্রিজভূষণকে, কেন্দ্রকে হুঁশিয়ারি কৃষক নেতাদের

Featured article

%d bloggers like this: