30 C
Kolkata

WBCHSE Result: ২৪ মে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ ! রেজাল্ট দেখতে ক্লিক করুন

নিজস্ব প্রতিবেদন: 24 মে অর্থাত আগামী বুধবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ। ওই দিন বেলা 12 টা নাগাদ সাংবাদিক বৈঠক করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ওয়েবসাইট, অ্যাপ ও SMS-র মাধ্যমে দেখা যাবে ফল।

অনলাইনে ফল দেখতে হলে হাতের কাছে রাখতে হবে বেশ কিছু তথ্য। এর মধ্যে রয়েছে রোল ও রেজিস্ট্রেশন নম্বর। যা লেখা আছে পরীক্ষার অ্যাডমিট কার্ডে। অনলাইনে ফল দেখার সময় এই দু’টি নম্বর লাগবে পড়ুয়াদের। এছাড়াও অনলাইনে মার্কশিট পেতে স্কুলের নাম ও কোড প্রয়োজন হতে পারে। সংসদের ওয়েবসাইটে গেলেই সেই তথ্য পেয়ে যাবে ছাত্র-ছাত্রীরা।

ফলাফল জানতে ক্লিক করুন নিচের লিংকে –

www.wbchse.wb.gov.in

অথবা

www.wbresults.nic.in

৩১ মে মার্কশিট ও শংসাপত্র বিলি করবে উচ্চ মাধ্যমিক সংসদ। তবে অনলাইনে ফল দেখার পাশাপাশি মার্কশিট ডাউনলোডও করতে পারবে ছাত্র-ছাত্রীরা। সেক্ষেত্রে কম্পিটার বা ল্যাপটপে মার্কশিট আসার পর পাশে লেখা ডাউনলোড বাটনে ক্লিক করতে হবে।

আরও পড়ুন:  Cooking tips : বাড়িতে চট জলদি বানিয়ে ফেলুন নিরামিষ এই পোলাও !

Featured article

%d bloggers like this: