Saturday, October 24, 2020
Home রাজ্য আলিপুরদুয়ার দুর্গাবাড়িতে ভিড় জমাতে পারবে না দর্শনার্থীরা

আলিপুরদুয়ার দুর্গাবাড়িতে ভিড় জমাতে পারবে না দর্শনার্থীরা

নিজস্ব সংবাদদাতা : করোনা সংক্রমণের কারণে ভীত ও সন্ত্রস্ত রাজ্যবাসী। এই করোনা আবহে আসছে বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। পুজো নিয়ে আগে থেকেই প্রস্তুতি নিয়েছে রাজ্য সরকার। রাজ্যের সব পুজো কমিটির জন্য বিশেষ গাইডলাইন প্রকাশ করা হয়েছে। সেই সকল গাইডলাইন মেনেই পুজোর ব্যবস্থা করছে পুজো কমিটিগুলো।
আলিপুরদুয়ার দুর্গাবাড়িতে এবার ভিড় জমাতে পারবে না দর্শনার্থীরা। ১১৭ বছরের প্রাচীন এই দুর্গাপুজো। করোনা আবহে রাতে কোনো দর্শনার্থী আস্তে না পারে তার জন্য গোটা মন্দির বাঁশের ব্যারিকেড দিয়ে মুড়ে ফেলা হচ্ছে। আলিপুরদুয়ার জেলার মধ্যে অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী পুজো আলিপুরদুয়ার দুর্গাবাড়ির পুজো। প্রতিবছর দুর্গাবাড়িতে ভিড় জমায় কয়েকহাজার মানুষ। ঐতিহ্যবাহী এই পুজোয় আসা দর্শনার্থীদের প্রতিবছর পাতপেড়ে খিচুড়িভোগ ও সন্দেশ ভোগ খাওয়ানো হয়। কিন্ত এবছর করোনা সংক্রমণের কারণে সেই ব্যবস্থা থাকছে না । শুধু নিয়ম মেনে পুজো হবে বলে জানা গিয়েছে। এছাড়া অষ্টমীর আঞ্জলিতেও থাকছে একাধিক বিধিনিষেধ। আলিপুরদুয়ার দুর্গাবাড়িতে প্রতিবছর অষ্টমীর দিন এক সঙ্গে হাজার মানুষ অঞ্জলি দিত। কিন্ত এবছর এক সঙ্গে চল্লিশ জনের বেশি অঞ্জলি দিতে পারবে না।নিয়মের বেড়াজাল থাকছে দশমীর সিঁদুর খেলাও । সরাসরি মাকে সিঁদুর পরানো যাবে না এবছর। মারণ ভাইরাস করোনার কারণে সবকিছুতেই প্রভাব পড়েছে। পুজোর ক্ষেত্রে বহু কাটছাঁট করতে হয়েছে বলে জানা গিয়েছে। আলিপুরদুয়ার দুর্গাবাড়িতে দূর থেকেই ঠাকুর দেখে মন ভরাতে হবে দর্শনার্থীদের। ব্যারিকেডের বাইরে থেকে প্রতিমা দর্শনের ব্যবস্থা রাখা হয়েছে।

Facebook Comments

Most Popular

কর্মক্ষেত্রে বেড়েছে রোবটের প্রাদুর্ভাব

নিজস্ব সংবাদদাতা : করোনা অতিমারি বিশ্বব্যাপী কর্মক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এনে দিয়েছে। বেড়েছে কর্মক্ষেত্রে রোবটের প্রাদুর্ভাব। আর এই রোবটের কারণেই ৮৫ মিলিয়ন...

‘ভারত, চিনের বায়ু খুব নোংরা’ , বললেন ট্রাম্প

নিজস্ব সংবাদদাতা : 'চিনকে দেখুন, কতটা নোংরা সেখানের বায়ু। রাশিয়াকে দেখুন, ভারতকে দেখুন.. নোংরা ওখানকার বায়ু।' দূষণ নিয়ে ভারত ও চিনের...

একলাফে বেশ খানিকটা নামল পারদ

নিজস্ব সংবাদদাতা : সপ্তমীর সকাল থেকেই মুখভার আকাশের। সূর্য ঢেকেছে কালো মেঘের ছায়ায়। মায়ের আগমনের সঙ্গে সঙ্গে বৃষ্টিরও আগমন ঘটেছে বাংলায়।...

ফেলুদা ও শঙ্কু দুজনকে নিয়ে় ছবি করার উদ্যোগ

নিজস্ব সংবাদদাতা : সত্যজিৎ রায়ের শতবর্ষ চলছে। তাই এবার এক অভিনবভাবে ছবি তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। যেখানে একই ছবিতে সত্যজিৎ রায়ের...
Facebook Comments