30 C
Kolkata

শুক্রবার রাতে বালি এলাকায় গ্যাস লিকের ঘটনায় ছড়ায় আতঙ্ক

নিজস্ব সংবাদদাতা: গ্যাসলিকে আতঙ্ক ছড়ালো বালিতে। শুক্রবার রাতে আচমকাই বালি নিবেদিতা সেতু ও বিবেকান্দ সেতুর নিচে থেকে তীব্র গন্ধ বের হতে শুরু করে। পাশে থাকা বি.এস.সি গ্রাউন্ডের বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর যায় বালি থানা ও বালি দমকল কেন্দ্রে। ছুটে আসেন দমকল কর্মীরা। জানা যায়, ব্রিজের নিচে ওই জমিতে বহুদিন থেকে একটি বন্ধ ঘরে রয়েছে অধুনা বিলুপ্ত গ্রেটার ক্যালকাটা গ্যাস এজেন্সির ভালভ রুম। তালা বন্ধ ঘরটি খুলতেই জানা যায় বহু পুরনো ওই ভালভ থেকেই কোনও ভাবে বেরিয়ে আসছে রান্নার এলপিজি গ্যাসের তীব্র গন্ধ। বালি থানা এবং দমকল কর্মীদের প্রচেষ্টায় ও বালির বিধায়ক ডাঃ রানা চ্যাটার্জি ও সমাজসেবী ভাস্কর গোপাল চ্যাটার্জির সহযোগিতায় কিছুক্ষণের মধ্যে বন্ধ করা হয় গ্যাসের ভালভ। গ্যাস লীগের আতঙ্ক ছড়ালেও ধীরে ধীরে ওই অঞ্চল বিপদমুক্ত হয়। আতঙ্কে বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসা মানুষজন ধীরে ধীরে যে যার নিজের বাড়িতে ঢুকে যান।

আরও পড়ুন:  Interesting facts: আপনি কি জানেন, পিঁপড়ের দুধ কতটা পুষ্টিকর ?

Featured article

%d bloggers like this: