নিজস্ব প্রতিবেদন : বাংলাকে পাখির চোখ করে প্রচারে ঝড় তুলেছে গেরুয়া শিবির। কংগ্রেসের সঙ্গে জোট করে ময়দানে নেমেছে বামেরাও, সঙ্গে আবার আব্বাস সিদ্দিকির ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট ( ISF )। ভোটের মুখে গেরুয়াশিবিরে নাম লিখিয়েছেন শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতো নেতৃত্ব। রাজনৈতিক মহলে শোনা যাচ্ছে, একুশে ক্ষমতায় ফেরার লড়াইটা কারোর কাছেই সহজ হবে না।
তাই মনে করা হচ্ছে একুশের ভোটে গোষ্ঠীদ্বন্দ্ব এড়াতে নয়া কৌশল মমতার। পূর্ণাঙ্গ নয়, আগামীকাল প্রথম দফায় প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে তৃণমূল। বিকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের অফিসে সাংবাদিক সম্মেলনে করার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। সূত্রের খবর, এবারের প্রার্থী তালিকায় যেমন সেলিব্রিটি, যুব ও ছাত্রনেতা-সহ একাধিক নতুন মুখ থাকার সম্ভাবনা রয়েছে, তেমনি টিকিট নাও পেতে পারেন বেশ কয়েকজন বিধায়ক, এমনকী মন্ত্রীও।
একুশের বিধানসভা ভোটের প্রার্থী বাছাইয়ের জন্য ইতিমধ্যেই ১২ সদস্যের একটি কমিটি গঠন করেছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় তো আছেন ই সঙ্গে এই কমিটিতে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, ফিরদাহ হাকিম, অরূপ বিশ্বাস এর মতো প্রথম সারির নেতারাও।
সূত্রের খবর, আগামিকাল বেলা সাড়ে ১২ টায় কালীঘাটে দলনেত্রীর বাড়ির অফিসে বৈঠকে বসছেন ওই কমিটির সদস্যরা। এরপর বিকেলে সাংবাদিক সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আগামীকাল প্রথম দফায় ৩০ টি বা তার কিছু বেশি কয়েকটি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করবেন তৃণমূল সুপ্রিমো। রাজনৈতিক মহলের একাংশের ধারণা, ২৯৪ আসনে প্রার্থীদের নাম ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গিয়েছে। কিন্তু ভোটের সময় গোষ্ঠীদ্বন্দ্ব এড়াতেই দফায় দফায় প্রার্থী তালিকা প্রকাশের এই সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।