30 C
Kolkata

মালদায় টোটোতে ভয়াবহ বিস্ফোরণ, ছিন্নভিন্ন হয়ে রাস্তায় পড়ে দেহ

নিজস্ব সংবাদদাতা :: তীব্র বিস্ফোরণে কেঁপে উঠল মালদহ শহর। বুধবার বিকেল সাড়ে চারটে নাগাদ বিকট শব্দে কেঁপে ওঠে শহরের ঘোড়াপীর এলাকা। একটি টোটোতে বিস্ফোরণ হয় বলে জানা গেছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে একটি দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। বিস্ফোরণের জেরে টুকরো টুকরো হয়ে গিয়েছে টোটোটিও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইংরেজবাজার থানার পুলিশ। পৌঁছন জেলার পুলিশ সুপার অলোক রাজোরিয়া-সহ অন্য পদস্থ কর্তারাও। স্থানীয় বাসিন্দাদের অনুমান, টোটোতে করে বিস্ফোরক সামগ্রী এক প্রান্ত থেকে আরেক প্রান্ত নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় বিস্ফোরণ হয়। বিস্ফোরণের জেরে তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। তদন্তে নেমে পুলিশ জানার চেষ্টা করছে বিস্ফোরণের কারণ।

Featured article

%d bloggers like this: