নিজস্ব প্রতিবেদন: শনিবার অর্থাৎ ৩ ডিসেম্বর অধিকারী পরিবারের বাসস্থান ‘ শান্তিকুঞ্জ ‘ থেকে ১০০ কিলোমিটারের মধ্যে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। খুব স্বাভাবিকভাবেই এই বিষয় নিয়ে রাজ্য রাজনীতি উত্তপ্ত না হয়ে থাকতেই পারে না। এবার এই সভা নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, পুলিশের কাছে গিয়েও কোনও লাভ হয়নি। বিজেপি বিধায়কের অভিযোগ, অধিকারী পরিবারের সদস্যদের হেনস্থা করতেই বাড়ির ১০০ মিটারের মধ্যে সভা করছে তৃণমূল। ইতিমধ্যেই হাইকোর্টে মামলা দায়ের করেছেন শুভেন্দু। তাঁকে মামলার অনুমতি দিয়েছেন বিচারপতি রাজশেখর মান্থা। বৃহস্পতিবার দুপুর ২টোয় আবেদনের শুনানি। কিছুদিন আগে বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে নিজের কক্ষে ডেকে পাঠিয়েছিলেন। তিনি গিয়েও ছিলেন। যদিও এই বিষয় নিয়ে লাফালাফি করতে বারণ করেছিলেন বিরোধী দলনেতা। আবার অভিষেককে সভার দিন শন্তিকুঞ্জে চায়ের আমন্ত্রণ জানিয়েছেন শুভেন্দুর ভাই দিব্যেন্দু অধিকারী। যদিও তিনি খাতায়কলমে এখনও তৃণমূলের সদস্য।