নিজস্ব প্রতিবেদন: ৩০ ডিসেম্বর রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। শহর জোড়া কর্মসূচিতে উপস্থিত থাকতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিয়মানুযায়ী, প্রধানমন্ত্রী কোনও রাজ্যে নেই তার কর্মসূচিতে সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে হয়। সেই অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় আমন্ত্রিত। একইসঙ্গে আমন্ত্রিত শুভেন্দু অধিকারী। এরপরই প্রশ্ন উঠছে প্রধানমন্ত্রীর কর্মসূচিতে ফের একবার মুখোমুখি হতে পারেন শাসক নেত্রী এবং বিরোধী দলনেতা।
কিছুদিন আগেই রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশনে শুভেন্দুকে নিজের কক্ষে ডেকে পাঠিয়েছিলেন মমতা। সেই ‘সৌজন্য সাক্ষাৎ’ নিয়ে জলঘোলা কম হয়নি। সেটিং স্লোগান উঠতেও মুহূর্ত লাগেনি। এবার প্রধানমন্ত্রীর কর্মসূচির দিকে ঈগলের নজর।
শুক্রবার হাওড়া স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি। জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে তাঁর। গার্ডেররিচে নৌসেনার কার্যালিয়ে হবে সেই বৈঠক। ঐদিন সকালেই কলকাতা বিমান বন্দরে নামার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বিমানবন্দর থেকে হেলিকপ্টারে পৌঁছাবেন রেসকোর্সের মাঠে। রাজ্য বিজেপির তরফে স্বাগত জানাবেন শুভেন্দু অধিকারী। সব কর্মসূচিতেই মোদির সঙ্গে থাকার কথা রয়েছে তাঁর। পঞ্চায়েত নিয়েও কোনও বার্তা আসে কি না, সেদিকে নজর রয়েছে রাজ্য বিজেপিরও।
Mamata-Suvendu: ফের এক মঞ্চে মমতা-শুভেন্দু?
