নিজস্ব সংবাদদাতা : বিধানসভা নির্বাচন ঘিরে তপ্ত হচ্ছে পূর্ব বর্ধমানের রাজনীতি। রাজনৈতিক অশান্তির পাশাপাশি চলছে কুকথার ফুলঝুরিও।কাটোয়ায় বিজেপি- র ভোট প্রচারে গিয়ে ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা বিদায়ী বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন সুনীল মণ্ডল ।
রবীন্দ্রনাথের অভিযোগ, তাঁকে খুন করারও হুমকি দিয়েছেন বিজেপি-তে যোগ দেওয়া তৃণমূল সাংসদ। সুনীলের বিরুদ্ধে পুলিশের কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন তিনি। কাটোয়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্যামা মজুমদারের সমর্থনে দাইঁহাট শহরে প্রচারে গিয়েছিলেন সুনীল।
পাশাপাশি, দাঁইহাট টাউনহলে বিজেপি-র বুথভিত্তিক কর্মীসভাতেও যোগ দেন তিনি। সেখানে বক্তৃতায় ব্যক্তিগত আক্রমণ করে বসেন রবীন্দ্রনাথকে। অভিযোগ, বিজেপি কর্মীদের সুনীল মণ্ডল বলেন, ”২ মে ভোটগণনা।
তৃণমূল হেরে যাবে এটা রবি চট্টোপাধ্যায় বুঝতে পেরে আগে কাটোয়া ছেড়ে চলে যাবে।আমি দলের কর্মীদের বলে রাখছি, গণনার পর সমস্ত কাটোয়া ঘিরে ফেলতে হবে যাতে রবি কাটোয়া ছেড়ে বেরোতে না পারে। আমরা ওর বিচার করব।”
নির্বাচন কমিশনে এই বক্তব্যের ফুটেজ দেখিয়ে রবীন্দ্রনাথ বাবু অভিযোগ করেছেন, তাকে খুনের হুমকি দিচ্ছেন সুনীল মণ্ডল। এর আগেও এই একই কাজ করেছেন। রবীন্দ্রনাথ বাবুর মতে, ‘ বিচার শুধুমাত্র আইনি পথেই হয় যতদূর জানি।
প্রকাশ্যে কর্মীদের দিয়ে বিচার করবে মানে, প্রচ্ছন খুনের হমকি দিচ্ছে।’ কমিশনের পাশাপাশি থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন রবীন্দ্রনাথ বাবু। তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছেন পুলিশ।