29 C
Kolkata

Street Dog: কুকুরের জন্য বাড়ির দরজায় নীল জলের বোতল ? কেন জানেন

বেশিরভাগ মানুষ‌ই অন্যান্য প্রাণীর তুলনায় কুকুর ভালোবাসেন। ছোটবেলা থেকেই প্রায় সকলকেই শেখানো হয় যে কুকুর ভীষণ বিশ্বস্ত এক প্রাণী। পোষ্য হিসেবে অধিকাংশ সময়েই কুকুরকেই প্রাধান্য দেওয়া হয়। বাড়িতে পোষ্য কুকুর থাকলে তা যেমন বাড়ি ও সদস্যদের রক্ষা করে, তার পাশাপাশি নিজস্ব আচরণ ও সদস্যদের সঙ্গে খেলাধুলোর মাধ্যমে বাড়ি খুশিতে ভরপুর রাখতে সহায়তা করে। যেসব বাড়িতে পোষ্য কুকুর থাকে অধিকাংশ ক্ষেত্রেই কুকুরকে সেইসব বাড়িতে সন্তানস্নেহে পালন করা হয়ে থাকে।

ভারতবর্ষের রাস্তাতে প্রচুরসংখ্যক দেশী জাতের কুকুর‌ও ঘোরাফেরা করে, যারা মানুষের কাছে তুলনামূলক অবহেলিত। রাস্তার কুকুরদের বাড়ি থেকে দূরে রাখার জন্য বা তাদের উপদ্রব এড়িয়ে চলার জন্য অনেকেই বিভিন্ন উপায় অবলম্বন করে থাকেন। তার মধ্যে অন্যতম হল বাড়ির দরজায় বা সামনের দিকে জলে নীল রঙ গুলে বোতলে ভরে ঝুলিয়ে রাখা।

আরও পড়ুন:  Health tips : প্রতিদিন পান খাচ্ছেন ? জেনে নিন কী হতে পারে !

কোনো যুক্তিসম্মত কারণ না থাকলেও মনে করা হয় বাড়ির সামনে নীল জলের বোতল ঝুলিয়ে রাখা হলে কুকুর দূরে থাকবে। তবে বিজ্ঞানীরা স্পষ্টভাবেই জানিয়েছেন, এই বিষয়টির কোনো সত্যতা নেই‌। কুকুরদের চোখের রেটিনায় কম কোষ থাকার কারণে এরা কোনো রং সেইভাবে দেখতেই পায় না। তাই এইভাবে নীল রঙের জলের বোতল ঝুলিয়ে রাখলে আদৌ কোনো লাভ হ‌ওয়া সম্ভব নয়, এটি শুধুমাত্র এক ভিত্তিহীন প্রচলিত ধারণা।

Featured article

%d bloggers like this: