নিজস্ব সংবাদদাতা : রাজ্যে করোনার টিকা আসতেই তা জেলায় জেলায় পৌঁছে দিল রাজ্য সরকার। মঙ্গলবার সন্ধ্যায় টিকা পৌঁছে গিয়েছে কলকাতা লাগোয়া একাধিক জেলায়। ১৬ জানুয়ারি থেকে টিকারণ শুরু করতে চরম তৎপরতা শুরু করেছে স্বাস্থ্য দফতরও।
জানা গিয়েছে, টিকাকরণ প্রক্রিয়ার ওপর সরাসরি নজরদারি করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ অপেক্ষার পর দেশের বিভিন্ন প্রান্তের মতো পশ্চিমবঙ্গেও এসে পৌঁছেছে করোনার টিকা। পুণের সেরাম ইন্সটিটিউটের টিকা বিশেষ বিমানে এসে পৌঁছেছে দমদম বিমানবন্দরে।
সেখান থেকে টিকা পাঠানো হয়েছে বাগবাজারে স্বাস্থ্য দফতরের স্টোরে। এদিনই সেখান থেকে বিশেষ গাড়িতে টিকা রওনা দিয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। টিকা নিয়ে বিশেষ ট্রাক রওনা দিয়েছে উত্তরবঙ্গের উদ্দেশেও। এমনকী কলকাতা লাগোয়া বেশ কিছু জেলায় ইতিমধ্যে পৌঁছেও গিয়েছে করোনার টিকা। শেষ পাওয়া খবর অনুসারে হাওড়া, হুগলি ও উত্তর ২৪ পরগনায় পৌঁছেছে টিকা।
সেখানে বিশেষ ফ্রিজারে সংরক্ষণ করা হয়েছে টিকা। আগামী ১৬ জানুয়ারি থেকে সেই টিকা দেওয়া হবে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও করোনাযোদ্ধাদের। তার আগে প্রতিটি জেলায় প্রথম দফায় নির্দিষ্ট সংখ্যায় টিকা পৌঁছনো শুরু হয়েছে। ইতিমধ্যে প্রতিটি জেলায় সফল ভাবে শেষ হয়েছে টিকাদানের মহড়া। এবার অপেক্ষা করোনার বিরুদ্ধে শেষ লড়াই শুরুর।