নিজস্ব প্রতিবেদন: পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে নাম জড়ানো ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। ইডি খোঁচানোর পরই শুক্রবার রাতে অর্পিতা এবং শনিবার সকালে পার্থকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি। কুণাল ঘোষ জানিয়েছেন, ‘দল দায়িত্ব নেবে না।’ কিন্তু এমন কিছু ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে, যেগুলি দেখলে দল দায়িত্ব নিতে বাধ্য। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক মঞ্চে হাজির ছিলেন অর্পিতা (ছবি- ২০১৯ সালের নাকতলা উদয়ন সংঘের পুজোর মঞ্চে)। এছাড়াও ২০২২ সালের ২১ জুলাইয়ের মঞ্চেও হাজির ছিলেন অভিযুক্ত অর্পিতা। ছবিগুলি দেখুন একনজরে-


