নিজস্ব প্রতিবেদন: গত ১৮ই ফেব্রুয়ারি করোনা আক্রান্ত হন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। ডাক্তারের পরামর্শ মেনেই হোম আইসলেশনে ছিলেন তিনি। তবে হঠাৎই শরীরকে অবস্থার অবনতি ঘটে তাঁর।
এরপরই তাঁকে বুধবার ভর্তি করা হয় দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে। শ্বাসকষ্ট না থাকলেও ৭৭বছরের মন্ত্রীর শরীর অত্যন্ত দুর্বল রয়েছে। সঙ্গে রয়েছে জ্বর ও গায়ে ব্যথা।
১৮ তারিখ নিজেই ট্যুইট করে নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর দেন তিনি। ১৬ তারিখ বাড়িতে সরস্বতী পুজোয় যাঁরা ওনার সঙ্গে ছিলো,তাদের সকলকে করোনা পরীক্ষার জন্য অনুরোধ করেও লেখেন ট্যুইটে।