নিজস্ব প্রতিবেদন: রাজ্যে একের পর এক গুলিবিদ্ধের ঘটনা প্রকাশ্যে আসছে। বুধবার সন্ধ্যায়ে নদিয়ার তেহট্টের কানাইনগর পঞ্চায়েতের বিনোদনগর গ্রামের বাসিন্দা দোকান বন্ধ করে ফেরার পথে তৃণমূকর্মীর উপর গুলি চালাল দুষ্কৃতীরা।
আক্রান্ত ওই তৃণমূল কর্মীর নাম আজিজুল রহমান। শ্রীরামপুর বাজারে নিজের কাপড়ের দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। সেই সময় দুষ্কৃতীরা তাঁকে ঘিরে ধরে গুলি চালাতে শুরু করে। তার কানে একটি গুলি লেগেছে বলে জানা যাচ্ছে। তারপর তাঁকে তেহট্ট হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে সেখান থেকে তাঁকে কৃষ্ণনগর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ প্রসঙ্গে আজিজুলের পুত্রবধূ রুবিয়া জানিয়েছেন, কেন গুলি করেছে তা বলতে পারেছেন না শ্বশুরমশাই। পুলিশের কাছে কয়েকজনের নাম করেছেন ওই আহত তৃণমূল কর্মী।
এছাড়া দিন কয়েক আগে নদীয়ার কল্যাণী থানায় গয়েশপুরের ৩ নং ওয়ার্ডে ভরসন্ধ্যায় প্রাক্তন পুলিশ কর্মীকে গুলি করে খুন করার অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। সেই দুষ্কৃতী হামলায় নিহত হন তিনি।