নিজস্ব সংবাদদাতা : দেশের পাশাপাশি বাংলাজুড়েও সাড়ম্বরে পালিত ৭৩ তম প্রজাতন্ত্র দিবস। বুধবার শিলিগুড়ি টাউন স্টেশনে পালিত হল সাধারণতন্ত্র দিবস। অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন মহিলারা। প্রজাতন্ত্র দিবসে পতাকা উত্তোলন করা হল শিলিগুড়ি পুলিশ কমিশনার ময়দানেও। শৈলশহর দার্জিলিংয়ে মর্যাদার সঙ্গে পালিত প্রজাতন্ত্র দিবস। ম্যালের চৌরাস্তায় সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের জেলাশাসক ও এসপি।

শিলিগুড়ি মহকুমার মাটিগাড়া ব্লক তৃণমূল কংগ্রেস পাথরঘাটার অঞ্চল দলীয় কার্যালয়ে শ্রদ্ধার সঙ্গে পালিত প্রজাতন্ত্র দিবস। অনুষ্ঠানে জাতীয় পতাকা উন্মোচনের পাশাপাশি স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। এদিন প্রশাসনের তরফ থেকে মিষ্টি বিতরণও করা হয়। ৭৩ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জেলা কংগ্রেস কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এদিন পতাকা উত্তোলন শেষে জাতির জনক মহত্মা গান্ধি, নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবিতে মাল্যদান করেন তিনি।