33 C
Kolkata

বিরল প্রজাতির কেউটে সাপ উদ্ধার

নিজস্ব সংবাদদাতাঃ মাছ ধরতে গিয়ে বড়শিতে সাপ উদ্ধার হওয়ার ঘটনা নতুন নয়। হামেশাই এই জাতীয় ঘটনা ঘটে চলেছে। বিরল প্রজাতির আল কেউটে সাপ উদ্ধার করল মিনাখাঁর বনদফতরের কর্মীরা।

বনদফতর সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে মিনাখাঁর আটপুকুর অঞ্চলের উচিলদহ গ্রামের মহিম দাস নামে এক মৎস্যজীবীর মাছধরার জালে আটকে পড়ে একটি বিষধর সাপ।

শনিবার সকালে ওই মৎস্যজীবী বনদফতরে খবর দিলে দুই কর্মী এসে ফুট চারেকের বিরল প্রজাতির বিষধর কেউটে সাপটিকে উদ্ধার করে।

উদ্ধার করা ওই সাপটিকে আপাতত মিনাখাঁ ব্লক করে রাখা হয়েছে। আগামী সোমবার এই সাপটিকে সুন্দরবনের ছেড়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে।

Featured article

%d bloggers like this: