নিজস্ব প্রতিবেদন: জোড়াবাগানের পর রিজেন্ট পার্ক,তারপর এবার পূর্ব বর্ধমান। ১০বছরের নাবালিকাকে যৌন হেনস্থা করলো এক ‘পিশাচের’।
পূর্ব বর্ধমানের রায়না থানা এলাকায় ঘটেছে ঘটনাটি। জানা যায়, পাড়ার রাস্তায় সাইকেল চালাচ্ছিল ছোট্টো নাবালিকা। সেই সুযোগে বিদ্যুৎ সোম নামের একজন তাকে স্থানীয় একটি বাড়িতে ডেকে নিয়ে যায়। বাড়িটিতে সেই সময়ে কেউ ছিলো না। সেখানেই যৌন নির্যাতন চালায় বিদ্যুৎ। বাড়িতে জানালে খুনের হুমকিও দেওয়া হয় তাকে। হঠাৎই বাড়ির মালিক এসে গেলে নাবালিকাকে রেখে পালায় অভিযুক্ত।
এরপর বাড়িতে গিয়ে সব জানালে যখন বিদ্যুৎ এর বাড়িতে চড়াও হয় নাবালিকার বাড়ির লোকজন,তখন তাদের বের করে দেয় অভিযুক্ত। এরপর রায়না থানায় পকসো আইনের ভিত্তিতে মামলা করা হয়েছে। তদন্ত করছে পুলিশ,বলে জানানো হয়েছে।