নিজস্ব প্রতিবেদন: কয়েকদিন ধরে শিক্ষা নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়। সেই রেশ কাটতে না কাটতেই ফের প্রতারণার অভিযোগ প্রকাশ্যে। তাও আবার খোদ শাসকদলের বিরুদ্ধে। অভিযোগ, পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরের দাপুটে তৃণমূল নেতা শিব শংকর নায়েক। তিনি চাকরি দেওয়ার নাম করে এলাকার একাধিক চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা নেয়।
তবে এনিয়ে বারংবার বলা সত্ত্বেও কোনও সুরাহা মেলে নি। অবশেষে শনিবার সকালে চাকরি প্রার্থীরা তার বাড়িতে গিয়ে যখন হাজির হন তখন বাড়ি থেকে পলাতক ওই তৃণমূল নেতা। এরপরই তৃণমূল নেতার স্ত্রী ও ছেলেকে বেধড়ক মারধর করে চাকরি প্রার্থীরা। এই গোটা ঘটনা ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়।