নিজস্ব প্রতিবেদন: তৃণমূলের অন্দরের জট ক্রমশই স্পষ্ট হয়ে উঠছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত নিয়ে একাধিক নেতার দ্বিমত সংবাদমাধ্যমের সামনে আসছে। এর আগে কীখবরকে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র জানিয়েছিলেন, মমতা তৃণমূল কংগ্রেসকে বদলে দিয়েছেন। পুরনো দল আর নেই। এবার সেই মদনকে নিয়েই বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়।
রাজ্য মন্ত্রিসভা নিয়ে তিনি এদিন বলেন, ‘আমি অবাক হয়ে যাচ্ছি যে মদন মিত্র কীভাবে মন্ত্রীসভা থেকে বাদ। আমি এই সিদ্ধান্তে খুব অবাক। একই সঙ্গে তাঁর মন্তব্য, রাজের একমাত্র ক্রীড়ামন্ত্রী হিসেবেও আমি ওঁকে মানি। তৃণমূল জামানায় সবচেয়ে সেরা উনি। সবাই জানে, রাজনীতিতে আসার আগে মদন মিত্র খেলার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন।’ প্রসূনের এই মন্তব্যকে স্বাভাবিকভাবে দেখছে না কেউ। এমন বেফাঁস মন্তব্য তৃণমূলের সমস্যাকে আরও তীব্র করতে পারে বলে মনে করা হচ্ছে। বিজেপি ইতিমধ্যেই তৃণমূলের সময় ঘনিয়ে এসেছে, এমন মন্তব্য করেছে। যদিও তৃণমূলের তরফে কোনও সাড়া মেলেনি।