নিজস্ব প্রতিবেদন: বুধবার একটি ট্যুইট করেন দিলীপ ঘোষ। সেখানে লেখা,”তৃণমূলের লোকেরা বলে তাদের নেত্রী মহিলা বলে তাঁকে চরিত্রে দিকে আঙ্গুল তুলতে পারে কি করে? এইরাজ্যে রাজ্যে ধর্ষণ হলে দিদিমণি ক্ষতিপূরণের মূল্য বেঁধে দিয়েছেন ২০হাজার,৪০ হাজার,৫০ হাজার। কোনোদিন ভেবেছেন আমাদের মা বোনদের ইজ্জত রাস্তায় বিক্রি হবে এভাবে?”

এরই পাল্টা রি-ট্যুইট (retweet) করে দিলীপ ঘোষের পুরোনো বক্তব্যের রেষ টেনে বসিরহাট তৃণমুল সাংসদ নুসরৎ জাহান লিখেছেন,”আমাদের ছেলেরা ঠিক কাজ করেছে। ওনার ধন্যবাদ জানানো উচিৎ যে ওনার সাঠে এর বেশি কিছু করা হয়নি।” এর সঙ্গে নুসরৎ লিখেছেন যে “এই বক্তব্যটি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। তিনি প্রতিবাদী মহিলাদের এভাবেই বলেন।” উল্লেখ্য, এই বক্তব্যটি দিলীপ ঘোষ বলেছিলেন CAA নিয়ে বিরোধিতা করা এক তরুণীর সম্পর্কে। জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে গুলি চলা নিয়ে প্রতিবাদ করছিলেন ওই তরুণী। তার হাত থেকে পোস্টার কেড়ে নিয়ে ছিঁড়ে দেয় বিজেপির কর্মীরা। এর ভিত্তিতেই দিলীপ বলেছিলেন “ওনার ভাগ্য ভালো যে শুধু পোস্টার কেড়েই ছিঁড়ে দেওয়া হয়েছে, আর কিছু করা হয়নি।”
তবে এই প্রথম নয় এর আগেও এমন অনেক মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। সম্প্রতি দেবী দুর্গার বংশ পরিচয় নিয়েও মন্তব্য করেছিলেন তিনি। প্রসঙ্গত, নুসরতের ঘনিষ্ঠ বন্ধু অভিনেতা যশ দাশগুপ্ত বিজেপিতে যোগ দিয়েছেন। তবে যোগ দিয়ে তিনি বলেছেন, নুসরৎ জাহান, মিমি চক্রবর্তী অন্য দলে থাকলেও তাঁরা তাঁর ভালো বন্ধু। এমনকি যশ এও বলেন যে তিনি মুখ্যমন্ত্রীকে দিদির মতো ভালোবাসেন,সম্মান করেন। এগিয়ে যাওয়ার আশীর্বাদ চান।