Wednesday, June 23, 2021
HomeEDITOR PICKSপাল্টে গেল মুকুলের ফেসবুক ট্যুইটারের চেহারা

পাল্টে গেল মুকুলের ফেসবুক ট্যুইটারের চেহারা

নিজস্ব সংবাদদাতা: প্রায় সাড়ে তিন বছর পর ঘাসফুলে আবার ফুটল মুকুল। একা নয়, সপুত্র ফিরলেন তিনি। পুত্র শুভ্রাংশু রায়ের সঙ্গে তৃণমূল ভবনে আজ ফুল বদলালেন মুকুল। অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তরীয় পরিয়ে দলে ফেরালেন পিতা-পুত্রকে।

দলে যোগদানের পরই আর সময় অপচয় করা হল না। শীঘ্রই বদলান হল মুকুল রায়ের ফেসবুক প্রোফাইল। মুকুলের ব্যক্তিগত প্রোফাইলে কর্মস্থানে চলে এল “সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস”। সঙ্গে লেখা রেল মন্ত্রকের প্রাক্তন রেলমন্ত্রী। নিজের কভার ছবিতেও আজকের যোগদানের ছবি।

একই ছবি ট্যুইটারেও, সঙ্গে তৃণমুল কংগ্রেসের।

Most Popular