30 C
Kolkata

Mamata Banerjee: উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদন: এদিন বুধবার প্রকাশিত হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। ফলাফল বেরোনোর পরেই উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ সকল ছাত্র-ছাত্রীকে শুভেচ্ছা বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

চলতি বছরের ১৪ মার্চ শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। যা চলেছিল ২৭ মার্চ পর্যন্ত। অবশেষে বুধবার প্রকাশিত হল তার ফলাফল। আর তারপরই উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দুপুর ১২টায় সাংবাদিক বৈঠক করে ২০২৩ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা করেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।

এ বছর প্রথম ১০ এর মেধাতালিকায় মোট ৮৭ জন পড়ুয়া জায়গা করে নিয়েছে। পাশ করেছে ৮৯.২৫ শতাংশ ছাত্রছাত্রী। ফল ঘোষণার পর পড়ুয়াদের অভিনন্দন জানিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। পাশাপাশি আগামী দিনে যাতে পড়ুয়ারা সফল হন, তার জন্য শুভকামনা ব্যক্ত করেছেন তিনি। টুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আগামীর প্রত্যেকটি দিন তোমাদের সাফল্যময় হোক।’

আরও পড়ুন:  Beauty tips : কী ধরণের ত্বকে কী ধরণের সাবান ব্যাবহার করবেন ? জানুন

Featured article

%d bloggers like this: