নিজস্ব প্রতিবেদন: একটা সময়ে উদ্বেগের শীর্ষে ছিলো কলকাতা। করোনায় রেকর্ড মৃত্যু গড়ছিলো মহানগরী। আর এবার সেই মহানগরী মৃত্যুহীন।
রাজ্যের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় একটিও প্রাণনাশ হয়নি কলকাতায়।

শুক্রবার রাজ্যের স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়, গোট ২৪ ঘণ্টায় গোটা বঙ্গে আক্রান্ত ১৯৪জন। আক্রান্তের মধ্যে ৬৮ জনকে নিয়ে গত ২৪ ঘণ্টায় প্রথম কলকাতা, ৬৫ জনকে নিয়ে দ্বিতীয় স্থানে উত্তর চব্বিশ পরগণা, নতুন ১২টা কেস নিয়ে তৃতীয় স্থানে হাওড়া। ২৪ঘণ্টায় মৃত্যু নদীয়াতে ১,উত্তর ২৪ পরগণায় ১ এবং পূর্ব বর্ধমানে ১ জন, মিলিয়ে মোট ৩ জনের। ২৪ঘণ্টায় ছাড়া পেয়েছে ২৩৮ জন।
আগাগোড়াই রাজ্য দাবি করে আসছে যে করোনা মোকাবিলায় তারা বাকি রাজ্যের থেকে এগিয়ে আছে। আর এবার আরও একবার মৃত্যু শূণ্য করে করোনাকে বুড়ো আঙুল দেখালো মহানগরী।