নিজস্ব সংবাদদাতা : রেল নগরী চিত্তরঞ্জনের মধ্যে দুষ্কৃতীদের গুলিতে নিহত হলেন ঝাড়খণ্ডের যুব কংগ্রেস নেতা। চিত্তরঞ্জনের কস্তুরবা গান্ধী হাসপাতাল মোড়ে গুলি চলে , কয়েক জন দুষ্কৃতী এসে এক যুবককে লক্ষ্য করে গুলি করে হত্যা করে।
নিহত যুবকের নাম রাহুল রাম ওরফে আলুয়া। বয়স ২৬ বছর। তিনি মিহিজাম থানার আম্বেদকর নগর এলাকার বাসিন্দা। । স্থানীয় সূত্রে জানা গিয়েছে একদল দুষ্কৃতীরা এসে রাহুল রামকে লক্ষ্য করে গুলি করে। গুলি লাগে রাহুল রামের কানের নীচে।ঘটনাস্থলে লুটিয়ে পড়েন রাহুল রাম।
দুষ্কৃতীরা মিহিজামের দিকে পালিয়ে যায় বলে স্থানীয় সূত্রে খবর। চিত্তরঞ্জন থানার পুলিশ ঘটনাস্থলে এসে রক্তাক্ত রাহুলকে উদ্ধার করে স্থানীয় কেজি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কী কারণে এই হামলা, তার কোনও সূত্রই এখনও হাতে আসেনি পুলিশের।
তবে খুনের ঘটনা স্বীকার করা হয়েছে । এই ঘটনায় ঝাড়খণ্ডের নাম জড়িয়ে গেল বাংলার সঙ্গে। প্রশ্ন উঠেছে, রেলপুলিশের দ্বারা নিরাপত্তা বেষ্টিত এই শহরে কীভাবে এমন খুনের ঘটনা ঘটল? পুলিশের প্রাথমিক অনুমান, দুষ্কৃতীরা বাইরে থেকে এসে চিত্তরঞ্জনকে অপকর্মের জন্য ‘সেফ জোন’ হিসাবে ব্যবহার করেছে।দুষ্কৃতীরাও কি ভিনরাজ্য থেকে বাংলায় ঢুকে এমন অপরাধ ঘটিয়ে গেল? এই প্রশ্নের উত্তর খুঁজছে চিত্তরঞ্জন থানার পুলিশ।