নিজস্ব প্রতিবেদন: গত দু’বছর পর অমরনাথ যাত্রা জন্য দরজা খুলে দেওয়া হল পূর্ণাথীদের। কিন্তু সেই যাত্রাতেই বিপত্তি। মেঘ ভাঙ্গা বৃষ্টিতেই বিপর্যস্ত অমরনাথ। সেই বিপর্যস্ত এলাকায় আটকে পড়েছে ছয় জন যুবক। তবে তাঁরা অক্ষত অবস্থাতেই আছে বলে জানা যাচ্ছে। কয়েকদিন আগেই ওই ছয় যুবক অমরনাথের উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে তাঁরা পুজো দিতে যাওয়ার সময় আচমকাই মেঘ ভাঙ্গা বৃষ্টির ফলে আলাদা হয়ে যায়।
তার ফলে চারজনের হদিশ পাওয়া গেলেও বাকি দু’জনের কোনও খবর পাওয়া যায় নি। তবে পরবর্তীতে ওই ২ জনকে পাওয়া যায়। তাঁরা সকলেই জলপাইগুড়ির ধূপগুড়ির বাসিন্দা। ছয় জনই পেশায় ব্যবসায়ী। জলপাইগুড়ি জেলা প্রশাসনের তরফ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়। শনিবার ধুপগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ সিং জানিয়েছেন, তাঁদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে। ধুপগুড়ি পুরসভার উদ্যোগে তাঁদের সাথে যোগাযোগ করার পর জানা যায় তাঁরা সকলেই সুস্থ আছেন। সেই খবর আটক পূর্ণাথীর বাড়িতে পৌঁছাতেই একটু চিন্তা মুক্ত হন তাঁরা।