33 C
Kolkata

করোনা ও ডেঙ্গি নিয়ে রাজ্যকে তোপ

নিজস্ব সংবাদদাতাঃ করোনা ও ডেঙ্গি নিয়ে রাজ্য সরকারকে একহাত নিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এদিন তিনি বলেন, রাজ্যে ডেঙ্গির প্রকোপ বেড়ে চলেছে। প্রতিবছরই বর্ষার পর রাজ্যে ডেঙ্গির প্রকোপ বাড়ে। শয়ে শয়ে শিশু হাসপাতলে ভর্তি হচ্ছে জ্বর নিয়ে। ডেঙ্গির পাশাপাশি বাড়ছে করোনার দাপট। আশঙ্কা ছিল পুজোর পর সংক্রমণ বাড়বে।

সেইমতো বাড়তে শুরু করেছে সংক্রমণ। কিন্তু সরকার সেভাবেই স্বীকার করছে না। আপনাদের নিজেদেরকেই সচেতন হতে হবে। রাজ্য সরকারকে কটাক্ষ করে তিনি বলেন গত বছর যে ভাবে সচেতনভাবেই সংক্রমণ রোখার চেষ্টা করা হয়েছিল।

গতবছর দুর্গাপুজো, ঈদ, মহরমে সচেতনভাবে মেনে চলার কথা বলা হয়েছে। সেইরকম ভাবে যদি মানা হত এ বছরও তাহলে এত সমস্যার সৃষ্টি হত হত। বাংলায় করোনার প্রকোপের কারণে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে স্কুলের শিশুরা। স্কুলে খেলাধুলো থেকে পড়াশোনা সবকিছু থেকেই তারা পিছিয়ে রয়েছে। খেলাধুলা ভুলে গিয়েছে।

আরও পড়ুন:  Cooking tips: বাড়িতে বানিয়ে একবার তন্দুরি পমফ্রেট চেখে দেখুন!

শিশুরা মানসিক রোগের শিকার হচ্ছেন। স্কুল আদৌ কবে খোলা হবে সেই বিষয়ে এখনও পর্যন্ত কোনো আলোচনা করা বা পরিকল্পনা করা হয়নি। উল্লেখ্য, পুজোর পর বেশ কয়েক দিন ধরে বেড়ে চলেছে সংক্রমণ। শীর্ষস্থানে রয়েছে কলকাতা। সরকারের বিরুদ্ধে এই নিয়ে সুর চড়িয়েছেন বিরোধীরাও।

Featured article

%d bloggers like this: