নিজস্ব প্রতিবেদন: বৃহস্পতিবার রাতে ভয়াবহ আগুন লাগে হাওড়া আন্দুলের একটি কাঠ কারখানায়। হঠাৎই আগুন লাগতে দেখে চাঞ্চল্য ছড়ায় স্থানীয়দের মধ্যে।
স্থানীয়দের চিৎকারের পরই দমকলের ইঞ্জিন আসে ঘটনাটিকে নিয়ন্ত্রণে আনতে। তবে তারা ব্যর্থ হলে আরও ইঞ্জিন আসে।
ঘটনাস্থলে পৌঁছান হাওড়া সাউথের কমিশনারেট অফ্ পুলিশ কামরূপ জামাল মোল্লা। ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি। বর্তমানে অগ্নি প্রবাহ নিয়ন্ত্রণে আনা গেলেও একটা শঙ্কা থেকেই যাচ্ছে যে বারবার কেনো এটি অগ্নিকাণ্ড ঘটছে। জানা যাচ্ছে, ওই কাঠের কারখানাটিতে কাঠ পালিশের জন্যে স্পিরিট ব্যবহার করা হতো। সেই স্পিরিট থেকেই আগুন লাগে বলে মনে করা হচ্ছে। যদিও ঘটনার আসল কারণ উদঘাটন করবে পুলিশ। তবে আপাতত স্পিরিট থেকেই আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে।