33 C
Kolkata

Howrah Car Accident: গাড়ি চালানো শিখতে গিয়ে ধাক্কা, আহত ২ পথচারী

নিজস্ব প্রতিবেদন: বছর শুরু হতে না হতেই শহর সহ জেলার বিভিন্ন প্রান্তে দুর্ঘটনা ঘটে চলেছে। তবে সেই ধারাবাহিকতা বজায় রয়ে গেল দ্বিতীয় দিনেও। জনবহুল রাস্তায় গাড়ি চালানোর শিখতে গিয়ে গাড়ির ধাক্কা। ঘটনাটি ঘটেছিল হাওড়া ডুমুরজালা স্টেডিয়ামের লাগোয়া রাস্তায়। স্থানীয় সূত্রের খবর অনুযায়ী জানা যায়, গাড়ি চালানো শেখাতে গিয়ে পরপর ৭ টা মোটরবাইক, ৩ সাইকেল, ও একটি স্কুটারকে ধাক্কা মারার পর গাড়িটি গিয়ে রেলিং এর সজরে ধাক্কা মারে। অল্পের জন্য রক্ষা পায় পথচারীরা। তবে এই ঘটনায় ২ পথচারী আহত হয়েছে। ঘটনার অভিযুক্ত চালককে আটক করে চ্যাটার্জিহাট থানার পুলিশ। তবে স্থানীয় রা আরো জানাচ্ছেন এই রাস্তায় প্রায়শই গাড়ি চালানো শেখাতে গিয়ে দুর্ঘটনায় কবলে পড়তে হয় অনেককে। হাজারবার পুলিশকে বলা সত্ত্বেও কোন সুরাহা মেলেনি।

আরও পড়ুন:  Manoj Tiwary: বিপাকে মনোজ, বেআইনি কাজের প্রাইস লিস্ট দিয়ে পোস্টার হাওড়া পুরসভায়

Featured article

%d bloggers like this: