29 C
Kolkata

Governor: রাজ্যপাল হলেন মুখতার আব্বাস নকভি? অভিনন্দন বিজেপির

নিজস্ব প্রতিবেদন: রবিবার সন্ধ্যায় রাজ্যপাল পদ থেকে ইস্তফা দেন জগদীপ ধনকড়। উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী তিনি। এরপরই তাঁর আসনে কে বসবে- দু’টি নাম নিয়ে শুরু হয়েছে ধোঁয়াশা। এক, শিশির অধিকারী। দুই,মুখতার আব্বাস নকভি। সোমবার সন্ধ্যায় বিজেপি নেতা হংস রাজ হংস (Hans Raj Hans) শুভেচ্ছাবার্তা জানান ট্যুইট করে।

সেই থেকেই শুরু বিতর্ক। কিছুক্ষণ পর ট্যুইটটি ডিলিট করে দেন তিনি। মনে করা হচ্ছে, নকভিকেই আগামীদিনে রাজ্যপাল পদে বসানোর সম্ভাবনা রয়েছে। যদিও অনেকেই শিশির অধিকারীকেও পিছনে ফেলতে চাইছেন না।

Featured article

%d bloggers like this: