30 C
Kolkata

লালগোলা প্যাসেঞ্জার থেকে উদ্ধার শিশুকন্যা

নিজস্ব সংবাদদাতাঃ বাবা-মায়ের সঙ্গে ঘুরতে বেরিয়েছিল ছোট্ট শিশুটি। কিন্তু বাবা মায়ের কাছ থেকে কোনো রকমে হারিয়ে যায় সে। অসহায় হয়ে কান্নাকাটি শুরু করে। এরপর ট্রেন থেকে শিশুটিকে উদ্ধার করে রানাঘাট আরপিএফ।

সূত্রের খবর শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ আপ লালগোলা প্যাসেঞ্জার থেকে শিশুটিকে উদ্ধার করে আরপিএফ। বাবা-মাকে কাউকে দেখতে না পেয়ে অঝোরে কাঁদতে থাকে সে। ৪ ঘন্টা কোনরকমে সামনে রাখে আরপিএফ পুলিশকর্মীরা।

আরপিএফ এর পক্ষ থেকে খবর দেওয়া হয় চাইল্ড লাইনে। নদীয়ার চাইল্ড লাইনের প্রতিনিধিরা এসে শিশুকন্যাটিকে নিয়ে যায়। আরপিএফ এর পক্ষ থেকে সমস্ত কাগজপত্র ঠিক করে তাদের হাতে তুলে দেওয়া হয় শিশুকন্যাটিকে। শিশুকন্যাটিকে নিরাপদ আশ্রয় পৌঁছে দিতে পেরে রানাঘাট আরপিএফ কর্মী অফিসাররা।

আরও পড়ুন:  Viral News: বিয়ের পরই ছিনতাই নতুন বউ

Featured article

%d bloggers like this: