31 C
Kolkata

Girl Child Found In Train : ফাঁকা ট্রেনে কান্নার আওয়াজ ! অবাককর ঘটনা হওয়ায়

নিজস্ব প্রতিবেদন : লোকাল ট্রেনের সিটের নিচে থেকে উদ্ধার সদ্যোজাত কন্যা সন্তান।আজ দুপুরে হাওড়ার ঘটনা। বামুনগছি কারশেডে বর্ধমান লোকাল আসার পর সাফাই করার সময় ওই শিশুটিকে দেখতে পান তাঁরা। তারপরই সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় আরপিএফ এবং রেলের চাইল্ড লাইনে।তারপর ওই শিশুটিকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছে সে।

শিশুটিকে কেন রেল কামরায় ফেলে যাওয়া হয়েছে সেটা খতিয়ে দেখা হচ্ছে। ভুলবশত নাকি ইচ্ছেকৃত বাচ্চাটিকে কেউ রেখে গেছে সেই নিয়ে তদন্ত চলছে। তবে ইতিমধ্যে, তার বাবা মায়ের খোঁজ চালানো হচ্ছে বলেও জানা গেছে।

Featured article

%d bloggers like this: