নিজস্ব সংবাদদাতা: আজ ১৪ ই আগস্ট স্বাধীনতা দিবসের প্রাক-মুহূর্তে রাজারহাট বিধানসভা কেন্দ্রের প্রাক্তন তৃণমূল নেতা তরুণ চক্রবর্তীর স্মরণে ১০ নম্বর এবং ১৭ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ তরফ থেকে যৌথ উদ্যোগে একটি বিনামূল্যে স্বাস্থ্য শিবির আয়োজন করা হয়। শিবিরের প্রধান উদ্যোক্তা অসীম হালদার জানান, সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু পরীক্ষা সহ চশমা প্রদান ও ইসিজি টেস্ট ,ব্লাড টেস্ট ইত্যাদি করা হয় স্থানীয় বাসিন্দাদের । উপস্থিত ছিলেন, স্থানীয় রাজারহাট বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রীমতি অদিতি মুন্সি। তিনি জানান, এই মহামারী পরিস্থিতিতে সাধারণ মানুষের কথা মাথায় রেখে এই স্বাস্থ্যপরিষেবা পরিচালনা করার জন্য স্থানীয় কর্মী বৃন্দ দের তিনি সাধুবাদ জানাচ্ছেন।